সংবাদ বিজ্ঞপ্তি

১৪ ডিসেম্বর, ২০১৮ ২৩:১৪

বিজয় দিবস উপলক্ষে ১৫-১৬ ডিসেম্বর শ্রুতির অনুষ্ঠান

বিজয় দিবস উপলক্ষে সিলেটের সাংস্কৃতিক সংগঠন শ্রুতি আগামী ১৫ এবং ১৬ ডিসেম্বর আয়োজন করেছে দুইদিন ব্যাপী অনুষ্ঠানের।

আয়োজনের প্রথম দিন আগামী ১৫ ডিসেম্বর (শনিবার) সন্ধ্যা ৬ টায় রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে ছান্দসিকের সহযোগিতায়  আয়োজন করেছে " বীরাঙ্গনা কথা" শীর্ষক আয়োজন।

মুক্তিযুদ্ধ গবেষক অপূর্ব শর্মার গবেষণা গ্রন্থ থেকে আবৃত্তি এবং পাঠ করবেন প্রবাসে বাংলার মুখ বিশিষ্ট বাচিকশিল্পী  মুনিরা পারভীন। এদিন থাকবে "বীরাঙ্গনা কথা" প্রামাণ্য চিত্রের প্রদর্শনও।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার জনাব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।

দুইদিন ব্যাপী আয়োজনের দ্বিতীয় দিন ১৬ ডিসেম্বর (রোববার) বিকাল ৫.২০ শ্রুতি পুরানলেনস্থ কার্যালয় হতে আয়োজন করা হয়েছে শুভ শক্তির উন্মেষ লক্ষে আলোর মিছিলের। আয়োজন মালায় থাকবে বিজয়ের কবিতা পাঠ, মুক্তিযুদ্ধের গল্প শোন এবং আলোর মিছিলের।

এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযোদ্ধা ভবতোষ বর্মণ রানা, সিলেটের উপ পুলিশ কমিশনার ফয়সাল মাহমুদ।

আপনার মন্তব্য

আলোচিত