সংবাদ বিজ্ঞপ্তি

১৬ ডিসেম্বর, ২০১৮ ১৫:১৮

রাগীব রাবেয়া মেডিকেলে বিজয় দিবস পালিত

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবস পালন করেছে সিলেটের বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল জালালাবাদ রাগীব রাবেয়া।

জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে বিজয় দিবসে আয়োজিত অনুষ্ঠান সমূহের মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী এবং ফ্রি ব্লাড গ্রুপিং। দিনের শুরুতে জাতীয় ও কলেজের পতাকা উত্তোলন করা হয়।

রোববার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় কলেজের লেকচার গ্যালারীর সামনে সন্ধানী, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ইউনিটের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী ও ফ্রি ব্লাড গ্র“পিং উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এ কে এম দাউদ।

বিজয় দিবসে উপরোক্ত কর্মসূচীগুলোতে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক অধ্যাপক মো. তারেক আজাদ, সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান ও ডার্মাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শামীমা আখতার, ব্লাড ট্রান্সফিউশন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. বদরুল ইসলাম, হাসপাতালের উপ-পরিচালক ডা. আরমান আহমদ শিপলু সহ সর্বস্তরের শিক্ষক, চিকিৎসক, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত