সংবাদ বিজ্ঞপ্তি

১৩ ফেব্রুয়ারি , ২০১৯ ২২:১৭

মাহা-ইমজা মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের জন্য দল নিবন্ধনের আহ্বান

ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) ২য় বারের মতো আয়োজন করতে যাচ্ছে মাহা-ইমজা মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০১৯।

এই টুর্নামেন্টে অংশগ্রহনেচ্ছু দলগুলোকে আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধনের আহ্বান করা হয়েছে।

নগরীর জিন্দাবাজারের ব্লু ওয়াটার শপিং সিটির ইমজা কার্যালয়ে হাজির হয়ে অথবা নিন্মলিখিত মোবাইল নাম্বারে যোগাযোগ করে দল নিবন্ধন করা যাবে বলে ইমজার পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

যোগাযোগ:

  • দেবাশীষ দেবু ০১৭১৭২৭৮৫২৭ (খেলা পরিচালানা কমিটির আহ্বায়ক)
  • এম আর টুনু তালুকদার ০১৭১১৩৬০৮৪৪ ( ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক, ইমজা)।

দল নিবন্ধন ও খেলার নিয়মাবলী:

  • জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং টেলিভিশনের নামে দল নিবন্ধন করা যাবে। নিবন্ধনে ক্ষেত্রে কোনো ফি দিতে হবে না।
  • সিলেট প্রেসক্লাব, সিলেট জেলা প্রেসক্লাব, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ইমজা, ক্রীড়া লেখক সমিতি, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন ও স্পোর্টস জার্নালিস্ট ফোরামের সদস্যরা খেলায় অংশ নিতে পারবেন।
  • প্রতিটি টিম ১৫ জন খেলোয়াড় নিয়ে গঠন করতে হবে। টিম ম্যানেজারের নাম, মোবাইল নাম্বার ও সংগঠন-প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে ১৫ জন খেলোয়াড়ের তালিকা যথাসময়ে খেলা পরিচালনা কমিটির কাছে জমা দিতে হবে।
  • খেলা ১২-১২ ওভারে সমাপ্ত হবে। টাই হলে আরো ১ ওভারে খেলা হবে। তারপরও সমতা হলে টসে বিজয়ী নির্ধারণ করা হবে।
  • টেপ-টেনিস বলে ও আন্তর্জাতিক নিয়মানুযায়ী খেলা অনুষ্ঠিত হবে। মাঠে আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।
  • খেলায় ব্যাট-বল-লাল টেপ-গ্লাভস প্রতিটি টিম মাঠে নিয়ে আসতে হবে।
  • খেলা পরিচালনা কমিটি যেকোনো সময় সিদ্ধান্ত পরিবর্তন করার অধিকার রাখে। পরিচালনা কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
  • অখেলায়াড় সুলভ আচরণ থেকে বিরত থাকতে হবে। অন্যথায় পরবর্তীতে এ ধরনের টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না।
  • যেকোনো কারণে ফাইনাল খেলা অনুষ্ঠিত না হলে প্রাইজমানি প্রদান করা হবে না।

 

আপনার মন্তব্য

আলোচিত