সিলেটটুডে ডেস্ক

১৭ ফেব্রুয়ারি , ২০১৯ ১৯:৫৯

জেলা শিল্পকলা একাডেমির চিত্রাংকন প্রতিযোগিতা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৯ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের অংশ হিসেবে সিলেট জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

রোববার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ শিল্পকলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাটি বিকাল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত চলে। ৫টি গ্রুপে ১৩৮জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

‘ক’ বিভাগে ইচ্ছেমতো, ‘খ’ বিভাগে শহীদ মিনার, ‘গ’ বিভাগে সিলেটের শহীদ মিনার, ‘ঘ’ বিভাগে ভাষা আন্দোলন এবং ‘ঙ’ বিভাগে ৫২ থেকে ৭১ এই বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আগামী ২১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি, সিলেট আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হবে।  

আপনার মন্তব্য

আলোচিত