সংবাদ বিজ্ঞপ্তি

২৪ ফেব্রুয়ারি , ২০১৯ ১৬:০১

লিটল বার্ড স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

নানা আয়োজনে লিটল বার্ড ক্যামব্রিজ স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে স্কুল ক্যাম্পাসে শিশুদের চিত্রাঙ্কন এবং দেশাত্মবোধক কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত প্রতিযোগিতায় শিশুকিশোরদের প্রাণবন্ত উপস্থিতি ছিল লক্ষণীয়।  

প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন লিটল বার্ড ক্যামব্রিজ স্কুলের প্রিন্সিপাল মো. আল ওয়াদুদ সামী রাসেল।

সভায় আলোচনা করেন এবং উপস্থিত ছিলেন বিবিআইএস এর সিনিয়র শিক্ষক আলাউর রহমান, লিটল বার্ড স্কুলের রেক্টর প্রণব জ্যোতি পাল, অভিভাবক এম. এ. মুহিত সিদ্দিকী, স্কুলের শিক্ষক সুফিয়া সুলতানা, বিনতী চক্রবর্তী, পূর্ণিমা দাশ প্রমুখ।  

আলোচনা সভায় বক্তারা বলেন, মাতৃভাষার শুদ্ধ চর্চা ও ভাষা শহীদদেরকে শিশুদের সাথে পরিচয় করে দিতেই এই আয়োজন। শিশুকাল থেকেই যদি বাচ্চাদের বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ ও ভাষা সংগ্রামের ইতিহাসের সাথে পরিচয় করে দেওয়া যায় তাহলে তারা প্রকৃত দেশপ্রেমিক মানুষ হয়ে গড়ে উঠবে।

আপনার মন্তব্য

আলোচিত