সিলেটটুডে ডেস্ক

১৫ জুন, ২০১৯ ২২:০৬

কাকতাড়ুয়ার নতুন আহ্বায়ক পাপলু, সদস্য সচিব তন্বী

বসবাসযোগ্য পৃথিবী গড়ার প্রত্যয়ে ১৪২০ বঙ্গাব্দে সিলেটের একদল সৃষ্টিশীল তরুণ তরুণী মিলে শুরু করেছিলো কাকতাড়ুয়া নামে সংগঠন। শনিবার বর্ষার প্রথম দিনে ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি বিষয়ক সংগঠনটি ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে।

এদিকে কাকতাড়ুয়া পরিচালনা পর্ষদ ১৪২৬ এর নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন পাপলু দে এবং সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন নওরীন তন্বী। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

পরিচালনা পর্ষদ কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে আরো যারা স্থান পেয়েছেন তারা হলেন, অরণ্য ধ্রুব, রুহেল বিন সায়েদ, মোহাম্মদ নিয়াজ, রেদওয়ানা তাবাসসুম বহ্নি, জাকারিয়া রহমান মাহমুদ, সালেহ আহমেদ এবং জাহিদ হাসান শুভ।

সংগঠনের জন্মদিনে জুন মাসের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ২ মাসের কর্মসূচি ঠিক করা হয়। এর মধ্যে রয়েছে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা “সিলেটের তারকা” এর ফাইনাল রাউন্ড আয়োজন, ৫ মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতা, ফটোগ্রাফি প্রদর্শন ইত্যাদি।

আপনার মন্তব্য

আলোচিত