সংবাদ বিজ্ঞপ্তি

০২ সেপ্টেম্বর, ২০১৯ ১১:৩৬

৩ সেপ্টেম্বর জাতীয় আদিবাসী পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী

৩ সেপ্টেম্বর জাতীয় আদিবাসী পরিষদের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৯৩ সালের ৩ সেপ্টেম্বর জাতীয় আদিবাসী পরিষদের পথচলা শুরু হয়। আন্দোলনের প্রেক্ষিতে প্রতিষ্ঠার পর থেকেই জাতীয় আদিবাসী পরিষদ সমতল তথা সারাদেশের আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে।

জাতীয় আদিবাসী পরিষদের পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা জানানো হয়েছে।

উল্লেখ্য, ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আগামী ৪ সেপ্টেম্বর, বুধবার, রাজশাহীর শহীদ এ এইচ এম কামারুজ্জামান মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় আদিবাসী পরিষদের প্রধান উপদেষ্টা ও আদিবাসী-সংখ্যালঘু বিষয়ক সংসদীয় ককাসের সভাপতি ফজলে হোসেন বাদশা, এমপি। সভাপতিত্ব করবেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন।

আপনার মন্তব্য

আলোচিত