সিলেটটুডে ডেস্ক

০৫ সেপ্টেম্বর, ২০১৯ ১৯:১২

প্রশাসনের বিভিন্ন দপ্তরে জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের স্মারকলিপি

সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট ৭০৭ এর উদ্যোগে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেট সিটি মেয়রসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেছেন পরিবহণ নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, এস. এমপি পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, পুলিশ সুপার ফরিদ উদ্দিন ও এস.এমপি ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিকুনিল চাকমার নিকট পৃথক ভাবে স্মারকলিপি দেন তারা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সিলেট জেলা সি.এন.জি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজি নং ৭০৭ এর আওতাভুক্ত প্রায় ৩০ হাজার অটোরিকশা চালক রয়েছে। জেলার বি.আর.টি সিলেটের হিসাব মতে রয়েছে ২২ হাজারের অধিক রেজিস্ট্রেশন প্রাপ্ত অটোরিকশা। মহাসড়কে থ্রি-হুইলার জাতীয় যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করার কারণে পরিবহণ শ্রমিকদের জীবিকা নির্বাহে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। একদিকে মহাসড়কে যান চলাচল নিষিদ্ধ, অন্যদিকে ব্যাটারি চালিত রিক্সা, অটো বাইক, মিশুক ইত্যাদি জাতীয় যানবাহনে দখল করে নিয়েছে মহাসড়ক। ২০১৪ সালে জেলা প্রশাসনের সাথে আলোচনা সাপেক্ষে অটোরিকশায় গ্রিল সংযোজনের সিদ্ধান্ত স্থগিত করা হয়।

বর্তমানে গ্রিল সংযোজনের নামে ঢালাও ভাবে মামলা দেওয়া হচ্ছে। অবৈধ প্রাইভেট গাড়িগুলো এক জেলা থেকে অন্য জেলায় অবাধে যাত্রী আনা-নেওয়া করছে, এতে পুলিশ প্রশাসনের কোন পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। অথচ আইনের সামান্যতম ব্যত্তর ঘটলেই সি.এন.জি চালিত অটোরিকশাকে বিভিন্ন মামলা দিয়ে যাচ্ছে। নাম্বারবিহীন গাড়ির বিষয়ে সরকারের সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও গাড়ি বিক্রয়ে বিক্রেতারা আইন মানছে না। বার বার আবেদন করার পরও কোনা ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন।

অনতিবিলম্বে বেআইনিভাবে এই গাড়িগুলো বিক্রয় বন্ধ করার জন্য এবং বিক্রিত গাড়িগুলোকে রেজিস্ট্রেশন প্রদান করা জন্য জোর দাবি জানান। স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয় জেলার মধ্যে সর্ববৃহত্ত পরিবহন শ্রমিক সংগঠন হচ্ছে সিলেট জেলা সি.এন.জি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ৭০৭। যার ফলে আমাদের সমস্যাগুলো নীতি নির্ধারনী ফোরামে উত্থাপিত হওয়ার এবং সমাধান হওয়ার কোন সুযোগ নেই। নেতৃবৃন্দ অনতিবিলম্বে এসব সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা সি.এন.জি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজি নং ৭০৭ এর সভাপতি জাকারিয়া আহমদ, সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়া, সহ-সভাপতি মো. আবুল হোসন খান, সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ, অর্থ সম্পাদক মো. মামুনুর রশিদ মামুন, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, সদস্য রফিকুল ইসলাম, আলতাফ হোসেন চৌধুরী. এম বরকত আলী, অ্যাপল আহসদ, এমাদ উদ্দিন, মুক্তিযোদ্ধা উপ উপ-পরিষদের সহ-সভাপতি আব্দুর হামদি, সম্পাদক শিবলী আহমদ, সাংগঠনিক সম্পাদক ইউসুপ আলী প্রমুখ।  

উল্লেখ্য, সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট ৭০৭ এর উদ্যোগে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ৯ সেপ্টেম্বর সকাল ১১টায় এক প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হবে। উক্ত মানববন্ধনে শ্রমিক সংগঠনের সকল নেতৃবৃন্দসহ সর্বস্তরের সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।



আপনার মন্তব্য

আলোচিত