ছাতক প্রতিনিধি

১৮ অক্টোবর, ২০১৯ ২২:৪২

ছাতকে ঠিকাদার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে প্রতিবাদ সভা

সুনামগঞ্জের ছাতকে ঠিকাদার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শ্রমিকদের বিভিন্ন ন্যায্য দাবীর প্রেক্ষিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় শহরের নোয়ারাই বাজারে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম আহমদ।

উপজেলা ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সভাপতি আইনুল হকের সভাপতিত্বে ও শ্রমিক নেতা একরামুল হাসান লিমনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোবিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ছাতক উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবু বক্কর রাজা, ছাতক সিমেন্ট কারখানা সিবিএ সেক্রেটারি আব্দুল কদ্দুছ, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক এমএইচ খালেদ, উপজেলা ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন।

আরও বক্তব্য রাখেন, শ্রমিক নেতা আওরঙ্গজেব খান, উজির আলী প্রমুখ।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন।

সভায় বক্তারা শ্রমিকদের নির্ধারিত দাবী মেনে নেয়ার জন্য লাফার্জ হোলসিম কর্তৃপক্ষকে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন। এ সময়ের মধ্যে দাবী মেনে না নেয়া হলে শ্রমিকরা দুর্বার আন্দোলন গড়ে তোলবে বলে হুমকি প্রদান করা হয়।

এসময় উপজেলা ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি গিয়াস উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক নবীর হোসেন স্বপন, দপ্তর সম্পাদক আব্দুর রহিম, অর্থ সম্পাদক মোর্শেদ মিয়া, প্রচার সম্পাদক রহিম আহমদ, সদস্য হিরণ মিয়া, লায়েক মিয়া, মাছুম আহমদ, শ্রমিক নেতা আবু বক্কর সিদ্দীক, সাফাতুর রহমান, হেলাল আহমদ, আরিফ আহমদসহ শ্রমিকরা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন তামিম আহমদ ও গীতা পাঠ করেন দিলীপ চক্রবর্তী।

আপনার মন্তব্য

আলোচিত