গোয়াইনঘাট প্রতিনিধি

১৮ নভেম্বর, ২০১৯ ১৭:২৮

গোয়াইনঘাটে কেক কেটে আইডিয়াল স্কুল এন্ড কলেজের যাত্রা শুরু

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৫নং পূর্ব আলীরগাও ইউনিয়নের বারহালে স্ট্যান্ডার্ড ওয়ান থেকে একাদশ পর্যন্ত শিক্ষার্থীদের লেখাপড়া চালিয়ে নিতে যাত্রা শুরু করেছে আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ।

সরকারের নীতিমালা অনুসারে নির্দিষ্ট কারিকুলাম, সময়োপযোগী ও আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রসারে শিক্ষক, ব্যাংকার, চাকুরীজীবী, ব্যবসায়ী, প্রবাসীসহ ১৭ জন তরুণের উদ্যোগে যাত্রা শুরু করলো এ বিদ্যাপীঠটি।

শুরুতে প্রথম থেকে ষষ্ট শ্রেণীর পাঠদান চলবে। পরবর্তীতে ৬ষ্ট থেকে অষ্টম হয়ে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে তা ভবিষ্যতে একাদশ শ্রেণী পর্যন্ত উন্নীত হবে। বারহাল বাজারের অদূরে সুপারিসর ক্যাম্পাসে এ উপলক্ষে শুক্রবার ১৫ নভেম্বর রাত ৮টায় কেক কেটে এ নব সৃষ্ট বিদ্যাপীঠের যাত্রা শুরু হয়।

মোড়ক উন্মোচন সভায় এলাকার শিক্ষা সচেতনসহ সর্বস্তরের মানুষজন উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ নুরু উদ্দিনের সভাপতিত্বে ও পরিচালক হাবিব উল্লাহ বাহারের পরিচালনায় শুরুতেই কোরআন তেলাওয়াত করেন নোমান আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্টানটির পরিচালক শিক্ষক আবুল হোসেন। প্রধান বক্তার প্রতিষ্ঠানটির রাখেন পূবালী ব্যাংকের অফিসার আলীম উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন বিমান বাহিনীর কর্মকর্তা হারুন অর রশিদ প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিচালক ডাঃ এম এ রহিম,আলমগীর হোসেন,সালেহ রাজা,তোফায়েল আহমদ, রুহুল আহমদ,ময়নুল আহমদ,নাসির উদ্দিন,জিল্লুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে স্কাইপির মাধ্যমে অংশ গ্রহণ করেন উক্ত প্রতিষ্ঠানের প্রবাসী পরিচালক আলী আহমদ প্রমুখ। অনুষ্ঠানের বক্তারা উক্ত বিদ্যাপীঠে মান সম্মত লেখাপড়ার পরিবেশে, সব ধরণের অবকাঠামো ও প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধা সৃষ্টি সাপেক্ষ প্রদানের অঙ্গীকার করেন। পাশাপাশি বিদ্যাপীঠটির অগ্রযাত্রায় সর্বাত্মক সহযোগিতাদানে এলাকাবাসীর প্রতি উদার্ত আহবান জানান বক্তারা।

আপনার মন্তব্য

আলোচিত