সিলেটটুডে ডেস্ক

১০ ডিসেম্বর, ২০১৯ ১৬:১৬

মানবতার সেবায় গ্রিন সিলেট ফেসবুক পরিবার

গ্রিন সিলেট ফেসবুক গ্রুপের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সদস্যদের নিয়েই দুইবছর আগে আত্মপ্রকাশ ঘটে সেবামূলক এই গ্রুপের। এরআগে একাধিকবার নগদ টাকা ও ৫টি অনুদান দেয় ফেসবুক ভিত্তিক এই গ্রুপটি।

মঙ্গলবার গ্রিন সিলেট ফেসবুক পরিবারের অর্থায়নে সিলেট বিভাগের মোট ৬৬টি গরীব পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

গ্রিন সিলেট ফেসবুক গ্রুপটির প্রধান এডমিন মো. ফরহাদ শিকদার জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে মানবতার সেবায় দৃষ্টান্ত গড়ে তোলাই তাদের লক্ষ্য।

দেশ বিদেশ থেকে যারা এ কাজটি পরিচালনা করে যাচ্ছেন তাদের মধ্যে রয়েছেন, মোহা. ফরহাদ শিকদার, মোহা. ফয়ছল আহমদ (প্রবাসী), মোহা. বাবুল আহমদ বাবুল (প্রবাসী), মোহা. এবাদুর রহমান বাদশা (প্রবাসী), নাইম আহমদ জাহান (প্রবাসী), মুহাম্মদ আহমদ ( প্রবাসী), শাহরিয়ার ফাহিম (প্রবাসী), সালেহ আহমেদ হিমেল, আরিফ আহমেদ জামিল, খান বাহাদুর, নাহিদ আহমেদ, মাজেদ মাহমুদ আব্দুল্লাহ, শেখ রাকিব, রিমন রহমান, রাহিমা আক্তার, জেলি বেগম, শাহ নেহার, রিমা আক্তার, মায়া বেগম, পপি আক্তার ও সেলিনা সুলতানা প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত