ক্রীড়া প্রতিবেদক

১১ নভেম্বর, ২০১৫ ২২:০৯

স্লিপ থেকে পয়েন্ট, যেখানে দাঁড়িয়ে ছিলেন ৭ ফিল্ডার!

এমন দৃশ্যের জন্ম একটা সময়ে কেবল অস্ট্রেলিয়াই দিতো। মাঠ তাদের সাম্রাজ্য ছিল,  বল করতেন ম্যাকগ্রা, গিলেস্পি, ব্রেট লি'র মতো বোলারেরা! উইকেটে ব্যাটসম্যানদের প্রাণপাখি যায় যায় থাকত তখন!

কে কখন ভেবেছিল এমন দৃশ্যের জন্ম দেবে বাংলাদেশ? অথচ তাই হলো। উইকেটকিপার আর স্লিপ থেকে পয়েন্ট পর্যন্ত দাঁড়িয়ে গেলেন ৮ জন। পুরো মাঠ অরক্ষিত! নাহ, ওদিকে বল যাওয়ার সুযোগ কই, কারণ বোলার যে এ সময়ের বিশ্ব ক্রিকেটের ব্যাটসম্যানদের আতঙ্ক- মুস্তাফিজুর রহমান।

খেলা তখন স্লগ ওভারে। খোলাসা করে বললে ৪২.৪ ওভারের খেলা চলছে তখন। জিম্বাবুয়ের স্কোর ২১৪/৯।  বোলিং মার্কে মুস্তাফিজ, মুশফিক কিপিংয়ে। দুজনই প্রস্তুত।

কিন্তু স্লিপ থেকে পয়েন্ট— এর ভেতরেই কিনা দাঁড়িয়ে গেল সাতজন ফিল্ডার, আর উইকেটকিপার সহ এ সংখ্যা গিয়ে দাঁড়ায় ৮-এ!

সে বলে মুস্তাফিজ উইকেট পাননি, কিন্তু ম্যাচে বগলদাবা করে নিয়েছেন ৫ উইকেট।

মাত্র ৯ ওয়ানডে ক্যারিয়ারের ৩য় বারের মত ৫ উইকেট শিকারের অভাবনীয় ঘটনা ঘটিয়ে ফেলেছেন এ ম্যাচেই। ৯ ম্যাচের ক্যারিয়ারে তার উইকেট সংখ্যা ২৬!

আপনার মন্তব্য

আলোচিত