স্পোর্টস ডেস্ক

২১ ডিসেম্বর, ২০১৫ ১৩:২৩

পিসিএল: করাচি কিংসে খেলবেন সাকিব

প্রথমবারের মত হতে যাওয়া পাকিস্তান সুপার লীগ (পিসিএল) টি/২০ আসরে করাচি কিংস কিনে নিয়েছেন বিশ্ব সেরা অলরাউন্ডার  সাকিব আল হাসানকে।

সোমবার (২১ ডিসেম্বর) প্লেয়ার ড্রাফটে প্রথম বিদেশী হিসেবে বাংলাদেশের সাকিবকে প্রায় দেড়লাখ ডলারে দলে ভেড়ায় করাচির ফ্রেঞ্চাইজি।

পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে সবচেয়ে উপরের ক্যাটেগরি, ‘প্লাটিনাম’ গ্রুপে ছিলেন সাকিব। এই ক্যাটেগরির ক্রিকেটারদের পারিশ্রামিক নির্ধারিত করা আছে ১ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।

সাকিব ছাড়াও দলটি নিয়েছে শোয়েব মালিক ও সোহেল তানভিরকে। পাকিস্তান সুপার লীগের সবগুলো খেলা আরব আমিরাতের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। পাকিস্তানের ঘরোয়া আসরে ১০ বাংলাদেশি ক্রিকেটার প্রাথমিক তালিকায় আছেন।

প্লাটিনাম ক্যাটেগরির অন্য ক্রিকেটারদের মধ্যে প্রথম দুই রাউন্ডে ইসলামাবাদ ইউনাইটেড নিয়েছে শেন ওয়াটসন ও মিসবাহ-উল-হককে। শহীদ আফ্রিদি ও ওয়াহাব রিয়াজকে নিয়েছে পেশাওয়ার। কোয়েটায় গেছেন কেভিন পিটারসেন ও সরফরাজ আহমেদ। লাহোর নিয়েছে ক্রিস গেইল ও উমর আকমলকে।

আপনার মন্তব্য

আলোচিত