স্পোর্টস ডেস্ক

২০ জুলাই, ২০১৬ ১৩:৫৯

ইংল্যান্ড ঠিক সময়েই আসবে, আশা মাশরাফির

গুলশানের হোলি আর্টিজেন রেস্তোরায় হামলার পর বিদেশীরা বাংলাদেশে আসতে ভয় পাচ্ছেন। আসছে অক্টোবরে দেশের মাটিতে হতে যাওয়া ইংল্যান্ডের সাথে হোম সিরিজও তাই হুমকির মুখে। ইতিমধ্যে ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যান বাংলাদেশ সফরের ব্যাপারে তার শঙ্কার কথা জানিয়েছেন। এই অবস্থায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ডে আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও সিরিজটির ভবিষ্যৎ ঘোর অনিশ্চিয়তায়। তবে আশাবাদি বিসিবি। এবার আশাবাদের কথা শুনালেন টাইগার কাপ্তান মাশরাফি মুর্তজাও।

তাঁর আশা, ইংল্যান্ড দল সময়মতোই বাংলাদেশে আসবে দুই টেস্ট ও তিন ওয়ানডের সিরিজটি খেলতে। বুধবার মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলনের সময় সাংবাদিকদের ম্যাশ বলেন ‘ভেতরে কী আলোচনা হচ্ছে আমরা জানি না। তবে বিসিবি নিশ্চয়ই চেষ্টা করবে তাদের আনতে। আমিও খুবই আশাবাদী ইংল্যান্ড সিরিজ হবে। সমর্থকেরাও অনেক দিন

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ শুধু বাংলাদেশের ক্রিকেটারদেরই নয়, সব দেশের ক্রিকেটারদেরই সম্মান করে, সব দলের খেলা দেখে। আমি মনে করি এবারও কোনো সমস্যা হবে না। ক্রিকেটের এই সংস্কৃতি ধরে রাখতেই ইংল্যান্ড দলের আসা উচিত। তাদের নিশ্চয়ই সর্বোচ্চ নিরাপত্তাই দেওয়া হবে।’


দুই টেস্ট, ২ টি-টোয়েন্টি ও ৩ ওয়ানডে খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা ইংল্যান্ড দলের।

আপনার মন্তব্য

আলোচিত