ক্রীড়া প্রতিবেদক

১১ জানুয়ারি, ২০১৭ ২২:৪১

সবুজ পিচেও ঘাবড়াচ্ছে না বাংলাদেশ!

ম্যাচের আগের দিনও মাঠ থেকে পিচ আলাদা করতে কষ্ট হচ্ছিল। সীমিত পরিসরের সব ম্যাচ হারার পর টেস্টের অগ্নি পরীক্ষার এমন আয়োজন দেখে উদ্বিগ্ন থাকার কথা  বাংলাদেশের ব্যাটসম্যানদের। তবে বেসিন রিজার্ভের সবুজ গালিচার দিকে তাকিয়ে ঘাবড়াচ্ছে না বাংলাদেশ। ফল যাই হোক মানসিকতায় শক্ত থাকার মন্ত্র পড়ে নামবেন বলে জানিয়েছেন তামিম ইকবাল।

কেবল সবুজ পিচ নয় বাংলাদেশকে ভাবাচ্ছে ওয়েলিংটনের হাড় কাঁপানো তীব্র বাতাস। এতসব প্রতিকূলতার কারণে অনেকে ভুলেই গেছে সাদা পোশাকে খেলা আগের ম্যাচেই ইংল্যান্ডকে হারিয়েছিল মুশফিকের দল। মাঠ, আবহাওয়া, পরিস্থিতি সবই আলাদা তবে নিউ জিল্যান্ডের সাথে নামার আগে টনিকের মত কাজ করছে মিরপুরের ইংলিশ বধের স্মৃতিও। ম্যাচ আগের দিন নিয়মিত প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক মুশফিকুর রহিম জানিয়েছেন সতীর্থদের প্রতিটি সুযোগ কাজে লাগানোর তাগিদ দিয়েছেন তিনি।

 প্রথম ওয়ানডের পর চোটের কারণে বাকি ম্যাচগুলো না খেলা অধিনায়ক এখন পুরোপুরিই ফিট। একাদশে তাই জায়গা হচ্ছে না নুরুল হাসানের। পেসারদের স্বর্গ রাজ্যে স্বাভাবিকভাবেই তাইজুলকে খেলানোর কোন কারণ নেই। বাকি দুটি পজিশন নিয়ে ভাবনা চিন্তা চলছে। তাসকিন ও শুভাশিস রায়ের অভিষেক নিশ্চিত। তৃতীয় পেসার হিসেবে রুবেল নাকি কামরুল ইসলাম এই নিয়ে দোলাচল আছে তবে কোচের পছন্দে কিছুটা পিছিয়ে আছেন অভিজ্ঞ রুবেল। ম্যাচের সকাল পর্যন্ত পিচে ঘাসের পরিমান বেশি থাকলে পেস অলরাউন্ডার হিসেবে সৌম্য সরকার দলে আসতে পারেন। তবে ইংল্যান্ডের সাথে টেস্ট জয়ের নায়ক মেহেদি হাসান মিরাজের খেলার সম্ভাবনাই বেশি।

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হবে প্রথম টেস্ট।    

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম, ইমরুল, মুমিনুল, রিয়াদ, মুশফিক, সাকিব, সাব্বির, মিরাজ, তাসকিন, শুভাশিস ও রাব্বি।

আপনার মন্তব্য

আলোচিত