সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

২৪ এপ্রিল, ২০১৫ ২০:০৬

হাফিজকেও ফেরালেন মোস্তাফিজ, আরাফাত সানি মুক্তারকে

দলীয় ৭৭ রানের মাথায় টপঅর্ডারের তিন ব্যাটসম্যান ফিরে গেলে জুটি গড়েন মোহাম্মদ হাফিজ এবং হারিস সোহেল। এ দু’জন বড় জুটি গড়ার চেষ্টা করলে হাফিজকে ফিরিয়ে দেন মোস্তাফিজ।

১৮ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১২৬ রান।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজে শতভাগ সাফল্যের তৃপ্তি নিয়ে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশের টাইগাররা।

এ ম্যাচে টস জিতে পাকিস্তানের অধিনায়ক শহিদ আফ্রিদি আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন। পাকিস্তানের হয়ে ব্যাটিং শুরু করতে ক্রিজে আসেন আহমেদ শেহজাদ এবং মুক্তার আলি। আর টাইগারদের হয়ে বোলিং সূচনা করতে আসেন মোস্তাফিজুর রহমান।

ইনিংসের নবম ওভারে মাশরাফি তাসকিনকে আক্রমণে আনেন। তৃতীয় ওয়ানডেতে মাত্র দুই ওভার বল করা তাসকিন সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচের প্রথম উইকেট শিকারির খাতায় নাম লেখান। তার করা নবম ওভারের শেষ বলে মাশরাফির তালুবন্দি হয়ে ফেরেন আহমেদ শেহজাদ। আউট হওয়ার আগে ৩১ বলে দুটি চারে শেহজাদ করেন মাত্র ১৭ রান।

দলীয় ৫০ রানের মাথায় পাক ওপেনার আহমেদ শেহজাদ সাজঘরে ফিরলে ব্যাটিং ক্রিজে আসেন শহিদ আফ্রিদি। তবে, তাকেও দ্রুত ফেরান অভিসিক্ত মোস্তাফিজ। উইকেটের পিছনে মুশফিকের গ্লাভসবন্দি হওয়ার আগে পাক দলপতি করেন মাত্র ১২ রান।

১৩তম ওভারে আরাফাত সানির বলে সাজঘরের পথ ধরেন টাইগারদের গলার কাঁটা হয়ে থাকা মুক্তার আহমেদ। দলীয় ৭৭ রানের মাথায় মুশফিকের স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়ে বিদায় নেন ৩০ বলে ৩৭ রান করা মুক্তার।

আপনার মন্তব্য

আলোচিত