সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

২৫ এপ্রিল, ২০১৫ ১৭:৩৪

তবু বাংলাদেশকে কৃতিত্ব দিতে কার্পণ্য ইমরান খানের

৩১ মার্চ ১৯৮৬, বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচে তৎকালীন পাকিস্তান অধিনায়ক ইমরান খান বাংলাদেশকে অবজ্ঞা করে মাঠে নেমে টস করতে যেতে চাননি। সেই ইমরান খান এখন পাকিস্তানের বিরোধিদলীয় নেতা এবং ক্রিকেট নিয়ে বিভিন্ন সময় কথাও বলেন।

বাংলাদেশের ক্রিকেটের জয়জয়কারে সারা বিশ্বের বর্তমান ও সাবেক ক্রিকেটারেরা যখন প্রশংসা বাক্যে ভাসাচ্ছেন বাংলাদেশকে তখনও তিনি আগেকার কৃতিত্ব দিতে কার্পণ্য দেখালেন। তাচ্ছিল্যভরা সুরে বললেন- ‘জীবনেও ভাবিনি পাকিস্তান কোনো দিন বাংলাদেশের কাছে ৩-০তে হারবে।’

পাকিস্তানের শীর্ষ দৈনিক ডনকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের ক্রিকেট বোর্ডে স্বজনপ্রীতির অভিযোগ তুলে বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, ‘যোগ্যতার বদলে স্রেফ স্বজনপ্রীতির কারণে আসা লোকদের দিয়ে যতদিন বোর্ড চলবে, পাকিস্তানের ক্রিকেটের কোনো উন্নতি হবে না। দুঃখজনক ব্যাপার হলো এ দেশে ক্রিকেট যারা চালায়, ক্রিকেট সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই।’

পাকিস্তানের ক্রিকেটের নীতি নির্ধারকদের দুর্বলতার উদাহরণ দিয়ে বলেছেন, ‘এই মুহূর্তে পাকিস্তানের সেরা ব্যাটসম্যান মিসবাহ-উল-হক। তাকে জাতীয় দলে প্রথম সুযোগ দেওয়া হয়েছে ৩৪ বছর বয়সে। মোহাম্মদ ইরফান সুযোগ পেয়েছে ৩০ বছর বয়সে। যেসব বয়সে খেলোয়াড়েরা অবসরের কথা ভাবে। এর থেকেই বোঝা যায় পাকিস্তানের ক্রিকেট পরিচালনা ব্যবস্থা কতটা দুর্বল।

আপনার মন্তব্য

আলোচিত