নিজস্ব প্রতিবেদক

২৮ এপ্রিল, ২০১৫ ১৭:৫৪

টেন্ডুলকারের পাশে মমিনুল!

দিনের ৫৩৯তম বলটিই কেবল আক্ষেপের এক নাম। সবাই যখন প্রস্তুতি নিচ্ছিলেন দিন শেষ হবে দারুণ এক ব্যাটিং প্রদর্শণির কিন্তু বাঁধ সাধল ঐ এক বলই।

জুলফিকার বাবরের সে বলটি মিডল স্ট্যাম্পে পিচ করে সোজা আঘাত হানে মমিনুল হকের প্যাডে। এক সঙ্গে আবেদন করে ওঠেন পাকিস্তানি বোলার-ফিল্ডারেরা। আম্পায়ার নাইজেল লঙয়ের আউট দেওয়া ছাড়া আর গত্যন্তর ছিল না।

তবু মমিনুল রিভিউ নিলেন কারণ এটাই ছিল সময়ের দাবি কারণ দিন শেষ হতে যে আর মাত্র এক বল বাকি। থার্ড আম্পায়ারও ফিল্ড আম্পায়ারের সঙ্গে একমত হয়ে জানালেন মমিনুল আউট। কিঞ্চিৎ আক্ষেপ নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

এর আগে এক অনন্য টেস্ট ব্যাটিং প্রদর্শণি করে গেলেন মমিনুল। ৮০ রানের চমৎকার এক ইনিংস খেলে গেলেন। এই ইনিংসের মাধ্যমে তিনি ব্যাটিং গ্রেট শচীন টেন্ডুলকার আর এডরিচের পাশে এসে দাঁড়ালেন পর পর ১০টেস্টে পঞ্চাশোর্ধ ইনিংসের মাধ্যমে। 

১৬২ বলের ৮০ রানের ইনিংসে মমিনুলের ব্যাট থেকে আসে ৮টি চারের মার। খুলনা টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ১৩৬/৪।

বাংলাদেশের পক্ষে তামিম ২৫, ইমরুল ৫১ এবং রিয়াদ ৪৯ রানে আউট হন। সাকিব আবার ব্যাট করতে নামবেন ১৯ রান নিয়ে। 

আপনার মন্তব্য

আলোচিত