সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

০৬ মে, ২০১৫ ০১:৩০

নাম্বার ওয়ান হচ্ছেন তামিম ইকবাল!

নিজের ক্যারিয়ারের সেরা সময় হয়ত অতিক্রম করছেন বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল। একের পর এক রেকর্ডের পর এখন বাংলাদেশের নাম্বার ওয়ান হতে মাঠে নামছেন তিনি।

মিরপুরে যখন ব্যাট করতে নামবেন তখন তাঁর সামনে হাতছানি দিচ্ছে বাংলাদেশ দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার হাতছানি। আর মাত্র ৫৩ রান করলেই তিনি হাবিবুল বাশারকে ছাড়িয়ে যাবেন।

পাকিস্তানের বিপক্ষে টানা দুই সেঞ্চুরি, টেস্টে ডাবল সেঞ্চুরির পাশাপাশি রেকর্ড ওপেনিং জুটি। সব কিছুই যেন হচ্ছে তামিমের ইচ্ছে অনুযায়ী। টেস্টে আরো একটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন তামিম।

আর মাত্র ৫৩ রান করলেই তামিম হয়ে যাবেন বাংলাদেশের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহকারী। ২৯৭৪ রান করে তামিম আছেন এখন দুই নাম্বারে। ৩০২৬ রান করে বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ রানসংগ্রাহক হলেন হাবিবুল বাশার।

পাকিস্তানের বিপক্ষে টেস্টে ২৬ রান করলেই তামিম হবেন দ্বিতীয় বাংলাদেশী যার টেস্ট ঝুলিতে থাকবে ৩ হাজার রান।

আপনার মন্তব্য

আলোচিত