স্পোর্টস ডেস্ক

১০ আগস্ট, ২০১৭ ২৩:৩৪

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ব্রাজিল, বাংলাদেশ ১৮৯

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের এক ধাপ উন্নতি হয়েছে। ১৯০ থেকে ১৮৯ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ।

এদিকে, ফের শীর্ষস্থানে উঠে এসেছে ব্রাজিল। জার্মানিকে দুইয়ে ঠেলে দিয়ে সবার উপরে উঠে গেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপ বাছাই পর্বে দারুণ ধারাবাহিকতার ফল পেল ব্রাজিল। প্রায় ৭ বছর পর আবার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছে তারা।

নেইমারের ব্রাজিল যখন এক নম্বরে তখন আগের অবস্থান তিনে থাকছে মেসির আর্জেন্টিনা।

বাছাই পর্বে শতভাগ সাফল্য ধরে রাখা সুইজারল্যান্ড এখন চার নম্বরে। আর দেশের সেরা র‍্যাঙ্কিংয়ে এখন পোল্যান্ড। তারা ৫ নম্বরে।

২০১৬ ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালের পতন হয়েছে। শীর্ষ ৫ থেকে বেরিয়ে এখন র‍্যাঙ্কিংয়ের ৬ নম্বর দল তারা।

শীর্ষ দশের বাকি দলগুলো যথাক্রমে চিলি, কলম্বিয়া, বেলজিয়াম ও ফ্রান্স। ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত বিশ্ব শাসন করা স্পেন সেরা দশের বাইরে ছিটকে পড়েছে। এখন তারা ১১ নম্বরে। ইতালি এখন ১২ নম্বরে। ইংল্যান্ড ১৩ নম্বর।

আপনার মন্তব্য

আলোচিত