ক্রীড়া প্রতিবেদক

১৩ নভেম্বর, ২০১৭ ১৭:৪১

মালয়েশিয়ার বিপক্ষে ২৬২ রানের বিশাল জয় বাংলাদেশের

যুব এশিয়া কাপ-২০১৭ এ স্বাগতিক মালয়েশিয়াকে ২৬২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। গ্রুপ পর্বের দ্বিতীয় খেলায় পরপর দুটিতেই জয় পেয়ে বাংলাদেশের যোগ হয়েছে ৪ পয়েন্ট।

বি-গ্রুপের সর্বোচ্চ পয়েন্ট তালিকায় বাংলাদেশ। সোমবার আবহাওয়া রৌদ্রোজ্জ্বল হওয়ায় খেলা যথাসময়ে শুরু হয়। টসে হেরে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেট হাতে রেখে ৫০ ওভারে ৩৩৫ রান সংগ্রহ করে। এটিই এ সিরিজের এ পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহ।

যুব ওয়ানডেতে রানের হিসাবে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়। এর আগে ২০১৩ সালে প্রভিডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯৮ রানে জিতেছিল বাংলাদেশের যুবারা।

কুয়ালালামপুরে সোমবার আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ওপেনার পিনাক ঘোষ ১২ ও নাঈম শেখ ১৩ রানে ফিরে যান। ৩৬ রানে উদ্বোধনী ব্যাটসম্যানরা আউট হয়। এরপর তৃতীয় উইকেটে বদলে যায় বাংলাদেশ। অধিনায়ক সাইফ হাসান ও তৌহিদ হৃদয় মিলে গড়নে ১৯২ রানের জুটি।

১০৩ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৯০ রান করেন সাইফ। আর তৌহিদ হৃদয় ১২০ বলে করেন ১২০ রান। ৭টি চার ও ৪টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান হৃদয়।  এ ছাড়া ১৭ বলে ৩৯ রান করেন আমিনুল। মাহিদুল ইসলাম অঙ্কন ৯ বলে ২ ছক্কায় করেন ১৬ রান। স্বাগতিক মালয়েশিয়ার মোহাম্মদ হাফিজ ৯ ওভারে ৭৮ রান খরচায় নেন চারটি উইকেট। দুই উইকেট নেওয়া সাইদ আজিজ ১০ ওভারে দেন ৯৬ রান।

৩৩৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মালয়েশিয়ার সাইদ আজিজ ১ রান করে বিদায় নেন। দলপতি ভিরানদিপ সিং ইনিংস সর্বোচ্চ ৪৬ রান করেন। এ ছাড়া সাইফ মালিক ৮, সাউভিনদার সিং ৩, বিজয় উন্নি ২ রান করেন। বল হাতে বাংলাদেশের পক্ষে শাখাওয়াত হোসেন ৩টি উইকেট শিকার করেছেন। আফিফ নেন ২টি উইকেট। ১টি করে উইকেট ঝুলিতে পুরেছেন রনি হোসেন এবং সাইফ হাসান।

সংক্ষিপ্ত স্কোর:
 
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৫০ ওভারে ৩৩৫/৬ (পিনাক ১২, নাইম শেখ ১৩, সাইফ ৯০, তৌহিদ ১২০, আফিফ ২১, আমিনুল ৩৯*, অঙ্কন ১৬, নাইম ৪*;আজিজ /৯৬, হাফিজ ৪/৭৮, খাইর ০/৪২, ভিরানদিপ ০/৩৮, ইউসুফ ০/৪৬, বিজয় ০/৩৩)
 
মালয়েশিয়া অনূর্ধ্ব-১৯ দল: ৫০ ওভারে ৭৩/৮ (আজিজ ১, ভিরানদিপ ৪৬, মালিক ৮, শানভিন্দর ৩, কুমার ০, বিজয় ২, হাফিজ ২, ইউসুফ ৪, খাইর ১*, জুলকারনাইন ০*; হাসান ০/১০, নাঈম ০/৮, শাখাওয়াত ৩/১৮, রনি ১/১১, আফিফ ২/১৯, সাইফ ১/৭)
 
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২৬২ রানে জয়ী।

আপনার মন্তব্য

আলোচিত