সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

১২ জানুয়ারি, ২০১৮ ১২:৩২

ত্রিদেশীয় সিরিজ: জিম্বাবুয়ে আসছে আজ, শ্রীলঙ্কা শনিবার

দুই দফা সময় পিছিয়ে আজ বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। শুক্রবারে চারভাগে আলাদা হয়ে ঢাকায় অবতরণ করবে দলটি। প্রথমে তাদের আসার কথা ছিল ১০ জানুয়ারি। এরপর সময় পিছিয়ে তারা ১১ জানুয়ারি আসার কথা বলেছিল। কিন্তু সেই সময়ও তারা পিছিয়ে দেয়।

জানা গেছে, বাংলাদেশে আসার বিমানের টিকিট নাকি তারা আগে থেকে বুকিং দিয়ে রাখেনি। যে কারণে তাদের এই ঝামেলায় পড়তে হয়েছে। আসতে দেরি করায় বিসিবি একাদশ ও জিম্বাবুয়ের মধ্যকার প্রস্তুতি ম্যাচটিও বাতিল করা হয়েছে। আগামীকাল (শনিবার) ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সূত্রে জানা যায়, সকাল ১০টা ১৫ মিনিটে জিম্বাবুয়ের দলের ম্যানেজার ঢাকায় এসে পৌঁছেন। বিকেল ৪টা ৫৫ মিনিটে ১২ জনের বহর ঢাকায় পা রাখবে। রাত ৮টায় আসবেন একজন এবং সর্বশেষ রাত ১১টায় ৮ জনের বহর ঢাকায় এসে পৌঁছবে।

শনিবার বেলা ৩টা থেকে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলনে নামবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এদিকে শ্রীলঙ্কা ক্রিকেট দল শনিবার ঢাকায় এসে পৌঁছবে সকাল ১১.৩৫ মিনিটে। শ্রীলঙ্কা দল আগামীকাল এসে পুরোদিন বিশ্রামে থাকবে। চণ্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা ঢাকায় অনুশীলন শুরু করবে রোববার সকাল ১০টা থেকে।

দুই দল বাংলাদেশে আসছে ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে। জিম্বাবুয়ে দল ত্রিদেশীয় সিরিজ খেলার পর ফিরে গেলেও লঙ্কানরা বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

আগামী ১৫ জানুয়ারি জিম্বাবুয়ে ও বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ।

এদিকে শীতের তীব্রতার কারণে কুয়াশার বিষয়টি চিন্তা করে সিরিজের প্রস্তাবিত সময় সূচি পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুসারে প্রতিটি ম্যাচ দুপুর ২.৩০ মিনিটের পরিবর্তে শুরু হবে দুপুর ১২টা থেকে।

ত্রিদেশীয় সিরিজের সময়সূচী (তারিখ, ম্যাচ, ভেন্যু, সময়):

তারিখ                            মুখোমুখি                              ভেন্যু              সময়

১৫ জানুয়ারি,২০১৮            বাংলাদেশ-জিম্বাবুয়ে                 মিরপুর            দুপুর ১২টা

১৭ জানুয়ারি,২০১৮            শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে                     মিরপুর            দুপুর ১২টা

১৯ জানুয়ারি,২০১৮            বাংলাদেশ-শ্রীলঙ্কা                    মিরপুর            দুপুর ১২টা

২১ জানুয়ারি,২০১৮            শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে                     মিরপুর            দুপুর ১২টা

২৩ জানুয়ারি,২০১৮           বাংলাদেশ-জিম্বাবুয়ে                  মিরপুর            দুপুর ১২টা

২৫ জানুয়ারি,২০১৮            বাংলাদেশ-শ্রীলঙ্কা                    মিরপুর            দুপুর ১২টা

২৭ জানুয়ারি,২০১৮            ফাইনাল                               মিরপুর            দুপুর ১২টা

আপনার মন্তব্য

আলোচিত