সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

১৩ ফেব্রুয়ারি , ২০১৮ ১৫:৪২

টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেবেন তামিম বা মাহমুদুল্লাহ

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজে তামিম ইকবাল বা মাহমুদউল্লাহ রিয়াদের যে কোনো একজন টাইগারদের অধিনায়কত্ব করবেন।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) এ কথা জানিয়েছেন বিসিবির অন্যতম পরিচালক আকরাম খান।

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ইনজুড়িতে পড়েছিলেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। খেলতে পারেননি লঙ্কানদের বিপক্ষে দুই টেস্টের সিরিজে। পরে জানা গেলো, টি-টোয়েন্টি সিরিজও মিস করতে যাচ্ছেন সাকিব।

চোট কাটিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটেও সাকিব ফিরতে পারবেন না জানার পর কে হবেন অধিনায়ক তা নিয়ে কথা চলছিল। এর মধ্যেই আকরাম খান এ কথা জানালেন।

সাকিবের অনুপস্থিতিতে টেস্ট সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে টি-টোয়েন্টিতেও তিনিই অধিনায়কের ভূমিকায় থাকবেন কিনা তা এখনও নিশ্চিত করেনি বিসিবি।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি হবে ১৫ ফেব্রুয়ারি। ১৮ ফেব্রুয়ারি সিলেটে হবে দ্বিতীয় ও শেষ ম্যাচ।

আপনার মন্তব্য

আলোচিত