স্পোর্টস ডেস্ক

১৮ এপ্রিল, ২০১৮ ০০:৪৮

বিসিবির বোর্ড সভা আজ

প্রায় চার মাস বিরতির পর আজ বুধবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাহী কমিটির সভা।

বিসিবি সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপন পুননির্বাচিত হওয়ার পর এটি বর্তমান কমিটির তৃতীয় বোর্ড সভা। সবশেষটি অনুষ্ঠিত হয়েছিল গেল বছরের ডিসেম্বরে।

বুধবার দুপুর দেড়টায় মিরপুরে বিসিবির কনফারেন্স রুমে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এজেন্ডা হিসেবে থাকবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। তন্মধ্যে উল্লেখযোগ্য হলো, জাতীয় দলের ক্রিকেটারদের বেতন এবং কেন্দ্রীয় চুক্তি। জানা গেছে বর্তমান চুক্তিবদ্ধ ১৬ জন থেকে কমিয়ে আনা হবে।

মাশরাফি-সাকিবদের হেড কোচ, ব্যাটিং পরামর্শক ও ফিল্ডিং কোচ নিয়োগও এর আওতায় থাকবে।

চলতি বছরে টাইগারদের সফরগুলোর বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা থাকবে।

অনূর্ধ্ব-১৯ দলের হেড কোচ নিয়োগ। টিভি রাইটসসহ জাতীয় দলের স্পন্সর নিয়েও সভায় আলোচনার কথা রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত