স্পোর্টস ডেস্ক

২৬ এপ্রিল, ২০১৮ ১২:৩২

তবু কৃতিত্ব নিচ্ছেন না জিদান

বায়ার্ন মিউনিখের বিপক্ষে দলের পক্ষে জয়সূচক গোল করেন মার্কো এসেনসিও। বিরতিতে মাঠে নামার মিনিটে পনেরোর মধ্যেই গোল করেন এ স্প্যানিশ তারকা। বদলি খেলোয়াড়ের এমন পারফরম্যান্সেও নিজের কৃতিত্ব নিচ্ছেন না রিয়াল মাদ্রিদ কোচ জিনদিনে জিদান।

বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঝমাঠ নিয়ন্ত্রণ করার পরিকল্পনা নিয়ে নেমেছিল রিয়াল। এ জন্যই আক্রমণের ত্রিফলা ‘বিবিসি’র মধ্যে শুধু ক্রিস্টিয়ানো রোনালদোই ছিলেন একাদশে। প্রথমার্ধে এতে খুব একটা কাজে দিয়েছে তা বলা যাচ্ছে না। দুই দলই আচমকা দুটি গোল করে প্রথমার্ধে শেষ করেছে সমতায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই ইসকোর বদলে মাঠে নামেন এসেনসিও। রিয়ালের আক্রমণের ধারও বাড়ে। ম্যাচ শেষে তাই সবাই জিদানের সাহসিকতা ও কোচিং দক্ষতার প্রশংসা করছিল।

জিদান কিন্তু কৃতিত্ব নিতে রাজি হননি, ইসকোকে তুলে নেওয়ার সিদ্ধান্ত এ তার নয়, ‘ইসকো কাঁধে একটু অস্বস্তি বোধ করছিল। ম্যাচের শুরু থেকেই ভালো বোধ করছিল না। তাই বিরতিতে ওকে তুলে নেই। ইসকো যেহেতু চোট পেয়েছে, আমার ওকে না বদলিয়ে উপায় ছিল না। এসেনসিও গোল করেছে কিন্তু আপনি এটা বলতে পারেন না এটা আমার কোচিংয়ের কারণে। আমি শুধু একজন চোটে পড়া খেলোয়াড় বদলেছি!’

নিজেকে কৃতিত্ব দিতে না চাইলেও এসেনসিওর প্রশংসায় কোনো খামতি নেই জিদানের, ‘আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। ম্যাচের শুরু ও শেষে অনেক ভুগেছি। কিন্তু আমরা ভালো এবং গুরুত্বপূর্ণ একটা ফল পেয়েছি। চ্যাম্পিয়নস লিগে কষ্ট না করে খেলতে পারবেন না। ইসকো ও কারভাহালকে হারিয়েছি (চোটের কারণে), এটা একটা বাজে ব্যাপার। কিন্তু এসেনসিও নেমেই খেলা বদলে দিয়েছে।’

বায়ার্নের বিপক্ষে দুই অ্যাওয়ের গোল সহ জয়ের সুবাদে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে রিয়াল মাদ্রিদ।

আপনার মন্তব্য

আলোচিত