সিলেটটুডে ডেস্ক

২৪ মে, ২০১৮ ০০:৪১

অ্যালিসন ন্যুয়ারের পর্যায়ের: টাফারেল

এএস রোমার অ্যালিসন নাকি ম্যানসিটির এদারসন- কে হবেন ব্রাজিলের গোলরক্ষক। এমন প্রশ্ন চারদিকে; কিন্তু এদারসনের চাইতে অ্যালিসনকে এগিয়ে রাখছেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান গোলরক্ষক ক্লদিও টাফারেল। বলছেন, 'এখন পর্যন্ত বিশ্বসেরা গোলরক্ষক হিসেবে ন্যুয়ারকে নিয়েই বেশি কথা হচ্ছে। ব্রাজিলে ২০১৪ বিশ্বকাপে সে গোলরক্ষকের জায়গাটা অনেক উঁচুতে নিয়ে গেছে। তবে অ্যালিসনও তার পর্যায়ে পৌঁছে গেছে। ন্যুয়ারের মতো হাত ও দুই পা দিয়ে বল ফেরানোর সামর্থ্য আছে অ্যালিসনের।'

ব্রাজিলের ২৫ বছর বয়সী এ গোলরক্ষক বিশ্বকাপের প্রথম পছন্দ হবেন বলে জানিয়েছেন সাবেক সেলেকাও গোলরক্ষক ক্লদিও টাফারেল। তিনটি বিশ্বকাপ খেলেছেন টাফারেল। দেশকে ১৯৯৪ সালে এনে দিয়েছেন বিশ্বকাপের শিরোপা। বিশ্বকাপ জয়ী এই সাবেক গোলবার প্রহরী অ্যালিসনকে দেখে মুগ্ধ।

গোলরক্ষণে সহকারী ট্রেইনার রজারিও মায়া বলেন, 'ম্যানসিটির এদারসন এবং করিন্থিয়ান্সের কাসিওর চেয়ে অনেক এগিয়ে অ্যালিসন। ইন্টার মিলানের হয়ে অ্যালিসনের প্রথম পেশাদারি ম্যাচে আমি যুক্ত ছিলাম। আমি দেখেছি সেখান থেকে সে কতটা উন্নতি করেছে। রোমাতে তার উন্নতিটা চোখে পড়ার মতো।'

আপনার মন্তব্য

আলোচিত