ক্রীড়া প্রতিবেদক

২৭ মে, ২০১৮ ০৪:৩২

৫ ব্যালন ডি’অর, ৫ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা রোনালদোর

ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে পাঁচটি ব্যালন ডি’অর ও পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

শনিবার ইউক্রেনের ক্রিয়েভে করিম বেনজেমা ও গ্যারেথ বেলের গোলে রিয়াল মাদ্রিদ ৩-১ গোলে হারায় লিভারপুলকে। আর এতেই রিয়াল মাদ্রিদ তারকা রোনালদোর এ ইতিহাস গড়া হয়।

টুর্নামেন্টের আধুনিক সংস্করণে প্রথম দল হিসেবে টানা তিন আসরে চ্যাম্পিয়ন হয় জিনেদিন জিদানের দল।

ক্যারিয়ারে এ নিয়ে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন হলেন রোনালদো। ২০০৮ সালে প্রথম ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। এরপরের চারটি শিরোপা রিয়ালের হয়ে। প্রথম ফুটবলার হিসেবে পাঁচটি ব্যালন ডি’অর ও পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতলেন ৩৩ বছর বয়সী রোনালদো।

ম্যাচ শেষে উচ্ছসিত রোনালদো জানান, “আমরা জয়ের যোগ্য। ফাইনাল সবসময় জটিল কিন্তু আমরা শিরোপার যোগ্য। আমরা ইতিহাস গড়েছি।”

আপনার মন্তব্য

আলোচিত