স্পোর্টস ডেস্ক

১৮ জুন, ২০১৮ ১৩:৪৬

‘সুইজারল্যান্ডের গোলটি বাতিল করা উচিত ছিল’

রাশিয়া বিশ্বকাপের প্রথম ম্যাচেই হোঁচট খায় হট ফেভারিট দল ব্রাজিল। গতকাল প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করে তারা। তবে সুইসদের দেয়া বিতর্কিত গোলটি নিয়ে অভিযোগ আছে ব্রাজিলিয়ানদের। দলের কোচ তিতে মনে করছেন, যেভাবে গোলটি করেছেন স্টিফেন জুভের, সেটা অবশ্যই বাতিল করা উচিত ছিল।

জুভের যে ডি-বক্সের মধ্যে দাঁড়িয়ে ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিরান্ডাকে ধাক্কা দিয়ে গোলটি করেছেন। মিরিন্ডা হেড নেয়ার জন্য লাফানোর সুযোগই পাননি। শাকিরির কর্নার থেকে গোল করার সময় জুভের তার সামনে থাকা মিরিন্ডার পিঠে হাত দিয়ে ধাক্কা দেন। সেই ধাক্কার টাল সামলাতেই পারেননি ব্রাজিলিয়ান মিডফিল্ডার, ততক্ষণে দেখলেন গোল উৎসবে মেতে উঠেছে সুইস শিবির।

বিতর্কিত সিদ্ধান্ত ছিল আরও একটি। ম্যাচের ৭৪ মিনিটে ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল হেসুসকে হাত দিয়ে ফেলে দিয়েছিলেন ম্যানুয়াল আকাঞ্জি। তবে সেটা নিয়ে খুব বেশি অভিযোগ নেই তিতের।

আপনার মন্তব্য

আলোচিত