স্পোর্টস ডেস্ক

০২ জুলাই, ২০১৮ ২০:৫৬

গোলশূন্য প্রথমার্ধ

শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে ব্রাজিল ও মেক্সিকো। তবে খেলার প্রথমার্ধ ব্রাজিলকে লিড নিতে দেয়নি রক্ষণে দারুণ খেলা মেক্সিকো। সেলেকাওরা মেক্সিকোর গোলমুখে তিনটি পরিষ্কার শট নিলেও গোলবঞ্চিত থাকতে হয়। তবে বল পজিশনে ব্রাজিলের সঙ্গে সমান তালে দৌড়ায় মেক্সিকো। ফলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দু’দল।

ব্রাজিল-মেক্সিকোর মধ্যে যারা জিতবে তারাই চলে যাবে শেষ আটে। তবে মেক্সিকোর জন্য বড় পরীক্ষা ব্রাজিল। কারণ শেষ আটে যাওয়ার জন্য তাদেরকে হারাতে হবে ব্রাজিলকে। সর্বশেষ দেশটি ১৯৮৬ সালে শেষ আটে উঠেছিল। এরপরের সবকটি আসরে দ্বিতীয় রাউন্ডে গেছে মেক্সিকো। কিন্তু শেষ আটে আর যেতে পারেনি।

অন্যদিকে ব্রাজিল ২০১৪ বিশ্বকাপের দুঃস্মৃতি ভুলতে রাশিয়া এসেছে। নকআটউ পর্ব উতরে শেষ আটে যেতে তাদের হারাতে হবে মেক্সিকোকে। হেক্সা মিশনের জন্য তারা কতটা প্রস্তুত তা এই ম্যাচে বোঝা যাবে।

আপনার মন্তব্য

আলোচিত