স্পোর্টস ডেস্ক

১৬ জুলাই, ২০১৮ ১৩:৫২

রেকর্ডের বিশ্বকাপ রাশিয়া

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে রাশিয়া শুরু করেছিল পাঁচটি গোল দিয়ে। তারপর টুর্নামেন্ট যত গড়িয়েছে, একের পর এক অঘটনের সাক্ষী থেকেছে রাশিয়া। আত্মঘাতী গোলে কখন মরক্কোর কাছে পরাস্ত হয়েছে ইরান, তো কখনো গতবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানদের প্রথম ম্যাচেই হারিয়েছে মেক্সিকো।

পতনের যন্ত্রণা থেকে উত্থানের আবেগ, সবই ছিল ভরপুর। নেইমার, মেসি, রোনাল্ডোদের বিদায়ের সঙ্গে ক্রমেই এ বিশ্বকাপের সঙ্গে জুড়ে গিয়েছিল ‘অঘটন’ শব্দটি। এমনকী ক্রোয়েশিয়ার ফাইনালে পৌঁছানোও তো অঘটনের থেকে কম কিছু নয়।

এ বিশ্বকাপে এমন অনেক ঘটনা ঘটেছে, যা আগে কখনও দেখেনি বিশ্ববাসী। টানা একমাস ধরে চলা দ্য গ্রেটেস্ট শোয়ের পর্দা পড়েছে আজ। চলুন ফিরে দেখা যাক, এবারের বিশ্বকাপ ফুটবলপ্রেমীদের জন্য কী কী রেখে গেল।

১. ১৯৫৮ বিশ্বকাপের পর এই প্রথম টুর্নামেন্টে ফাইনালের নির্ধারিত সময়ে ছটি গোল হলো।

২. ১৯৯৮ সালে ছ’টি আত্মঘাতী গোল হয়েছিল৷ ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে সংখ্যাটা ছিল ছয়৷ কিন্তু এবারের বিশ্বকাপে ১২টি গোলের পাশে লেখা রইল ‘আত্মঘাতী’৷

৩. ১৯৫৮ বিশ্বকাপের ফাইনালে প্রথম টিনএজার হিসেবে গোল করে নজির গড়েছিলেন কিংবদন্তি পেলে৷ রোববার লুঝনিকিতে ফুটবলের জাদুকরকে ছুঁয়ে ফেললেন ফরাসি কিলিয়ান এমবাপে৷ এদিন ম্যাচের শেষ গোলটি আসে এই তরুণ তুর্কির পা থেকে৷

৪. এবারের বিশ্বকাপ ফাইনালেই প্রথমবার আত্মঘাতী গোল হলো৷ ক্রোট স্ট্রাইকার মান্ডজুকিচের নামের পাশেই লেখা থাকল সেই দুঃস্বপ্নের রেকর্ডটি৷

৫. ২০০৬ বিশ্বকাপে শেষবার বিশ্বকাপের ফাইনালের নির্ধারিত সময়ে পেনাল্টি থেকে গোল হয়েছিল৷ গোলদাতা ছিলেন জিনেদিন জিদান৷ সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালেন এক ফরাসি তারকাই। জিদানের উত্তরসূরি হিসেবে এদিন পেনাল্টি থেকে গোল করেন অ্যান্তোনিও গ্রিজম্যান৷

৬. ১৯৭০ বিশ্বকাপে ইটালিকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল৷ তারপর এই প্রথম কোনো দল বিশ্বকাপে চারটি গোল করল৷

৭. ২০০২ সালে লাতিন আমেরিকার দেশ হিসেবে বিশ্বজয়ীর শিরোপা উঠেছিল ব্রাজিলের মাথায়৷ তারপর গত ১৬ বছর ধরে ইউরোপেই রয়েছে সোনার পরি৷ ইতালি, স্পেন, জার্মানির পর এবার ফ্রান্সের ঘরে উঠল ট্রফি৷

৮. এবারের বিশ্বকাপে সবচেয়ে তরুণ দল ছিল ফ্রান্স৷ দলের আটজনের বয়সই ১৯ থেকে ২৫ বছরের মধ্যে৷ টুর্নামেন্টের সেরা তরুণ ফুটবলারের শিরোপা পেলেন কিলিয়ান এমবাপে৷ গত বিশ্বকাপেও এক ফরাসি তারকার হাতেই উঠেছিল এই পুরস্কার৷ তিনি পল পোগবা৷

৯. বিশ্বকাপে প্রথমবার ব্যবহৃত হলো ভিএআর৷ ফাইনালে পেনাল্টির সিদ্ধান্তও হলো এই ভিএআর-এর সাহায্য নিয়েই৷

১০. এই প্রথমবার বিশ্বকাপে চারজন পরিবর্ত নামানোর সুযোগ পেলেন কোচেরা৷ নতুন নিয়ম অনুযায়ী, ম্যাচ এক্সট্রা টাইমে গড়ালে চতুর্থ ফুটবলারের পরিবর্ত নামানোর অনুমতি মিলল৷

আপনার মন্তব্য

আলোচিত