স্পোর্টস ডেস্ক

০৯ আগস্ট, ২০১৮ ১৪:৪৭

দেশে ফিরেছেন টাইগাররা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতে বীরের বেশে দেশে ফিরেছেন টাইগাররা। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৃহস্পতিবার সকাল ৮.৪০ মিনিটে বাংলাদেশে পৌঁছান সাকিব আল হাসানের দল।

তবে বাংলাদেশ ক্রিকেট দলের সব ক্রিকেটার একসাথে আসেনি। সাকিব আল হাসানসহ দলের পাঁচ সিনিয়র ক্রিকেটারকে ছাড়াই তাদের দেশে ফেরার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে অন্যদের সঙ্গে দেশে ফিরেছেন টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মর্তুজা, তামিম ইকবাল ও মুশফিকুর রহীম থেকে গেছেন যুক্তরাষ্ট্রে। তবে ঈদের আগেই ফিরবেন তারা। অন্যদিকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে সেন্ট কিটসে গেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আর বাংলাদেশ ‘এ’ দলের সাথে যোগ দিতে সৌম্য সরকার গেছেন আয়ারল্যান্ড।

ওয়েস্ট ইন্ডিজ সফরে ২টি টেস্ট ও ৩ ম্যাচের ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে টেস্ট সিরিজটি ২-০ তে হোয়াইটওয়াশ হয় তারা। তবে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ দুইটিতেই ২-১ ব্যবধানে জেতে টাইগাররা।

আপনার মন্তব্য

আলোচিত