স্পোর্টস ডেস্ক

০৬ সেপ্টেম্বর, ২০১৮ ০১:০৯

মদ্রিচকে এগিয়ে রাখছেন রাকিতিচ

ব্যালন ডি’অর জেতার দৌড়ে লুকা মদ্রিচকে এগিয়ে রাখছেন জাতীয় দলে তার সতীর্থ ইভান রাকিতিচ।

রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ফাইনালে তোলায় বড় অবদান ছিল মদ্রিচের। আলো ছড়িয়েছেন রাকিতিচ নিজেও।

ফাইনালে ফ্রান্সের কাছে ৪-২ গোলে হারে ক্রোয়েশিয়া। টুর্নামেন্টে অসাধারণ খেলা মদ্রিচ জেতেন রাশিয়া বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল।

রাকিতিচের মতে, রিয়াল তারকা মদ্রিচ কেবল লা লিগার তারকা নয়, বর্তমান ফুটবল বিশ্বে অন্যতম সেরা খেলোয়াড়।

“লুকা এখন লা লিগার বড় তারকা। এই বছর সে বিশ্বের সেরা খেলোয়াড়। আমরা ক্রোয়াটরা তাকে নিয়ে অনেক গর্বিত।”

“আমি চাই, সে তার অবশিষ্ট পুরস্কারটাও (ব্যালন ডি’অর) জিতুক। কারণ, এটা একেবারেই তার প্রাপ্য।”

গত মৌসুমে টানা তৃতীয়বারের মতো রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতায় গুরুত্বপূর্ণ অবদান রাখা মদ্রিচ ২০১৭-১৮ মৌসুমে উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন। ক্রিশ্চিয়ানো রোনালদো ও মোহাম্মদ সালাহর সঙ্গে জায়গা পেয়েছেন ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ পুরস্কারের তিন জনের সংক্ষিপ্ত তালিকায়ও।

আপনার মন্তব্য

আলোচিত