স্পোর্টস ডেস্ক

১৩ সেপ্টেম্বর, ২০১৮ ১৪:২৩

এশিয়া কাপের সময় সূচি

পাকিস্তানের আপত্তির পর ভারত থেকে সরিয়ে নেয়া এশিয়া কাপের ১৪তম আসর সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) শুরু হচ্ছে আগামী শনিবার থেকে। ইতিমধ্যে ছয় দেশকে দুটি গ্রুপে ভাগ করে শুরু হতে যাচ্ছে এবারের আয়োজন।

২০১৬ সালে এশিয়া সেরার আসর হয়েছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। আয়োজক ছিল বাংলাদেশ। সেবার টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এশিয়ার দেশগুলো ছোট ফরম্যাটে টুর্নামেন্টটি খেলেছিল। এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ এই আসর এবার ফিরছে ওয়ানডে ফরম্যাটে।

দুই বছর পর হতে চলা এবারের আসরের ছয় দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ভারত এবং পাকিস্তান আছে একই গ্রুপে।

চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের সঙ্গে ‘এ’ গ্রুপে রয়েছে হংকং। অন্যদিকে গ্রুপ ‘বি’তে আছে বাংলাদেশ, শ্রীলঙ্কা আর আফগানিস্তান।

ইউএইর’ দুটি কেন্দ্র আবুধাবি ও দুবাইয়ে হবে ম্যাচগুলো। দুটি গ্রুপ থেকে দুটি করে চারটি দল সুপার ফোরে উঠবে, দুটি দল বিদায় নেবে। সুপার ফোরে চারটি দল একে অপরের সঙ্গে খেলবে।

শনিবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। সুপার ফোরের খেলা শুরু হবে ২১ সেপ্টেম্বর। ২৮ সেপ্টেম্বর হবে মেগা ফাইনাল।

গ্রুপ বিন্যাস
গ্রুপ ‘এ’
ভারত, পাকিস্তান, হংকং

গ্রুপ ‘বি’
বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান

এক নজরে এশিয়া কাপের সময় সূচি:
গ্রুপ পর্ব
১৫ সেপ্টেম্বর - বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (দুবাই)
১৬ সেপ্টেম্বর - পাকিস্তান বনাম হংকং (দুবাই)
১৭ সেপ্টেম্বর - শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান (আবুধাবি)
১৮ সেপ্টেম্বর - ভারত বনাম হংকং (দুবাই)
১৯ সেপ্টেম্বর - ভারত বনাম পাকিস্তান (দুবাই)
২০ সেপ্টেম্বর - বাংলাদেশ বনাম আফগানিস্তান (আবুধাবি)

সুপার ফোর
২১ সেপ্টেম্বর - গ্রুপ এ বিজয়ী বনাম গ্রুপ বি রানার আপ  (দুবাই)
২১ সেপ্টেম্বর - গ্রুপ বি বিজয়ী বনাম গ্রুপ এ রানার আপ (আবুধাবি)
২৩ সেপ্টেম্বর - গ্রুপ এ  বিজয়ী বনাম গ্রুপ এ রানার আপ (দুবাই)
২৩ সেপ্টেম্বর - গ্রুপ বি বিজয়ী বনাম গ্রুপ বি  রানার আপ (আবুধাবি)
২৫ সেপ্টেম্বর - গ্রুপ এ বিজয়ী বনাম গ্রুপ বি বিজয়ী (দুবাই)
২৬ সেপ্টেম্বর - গ্রুপ এ  রানার আপ বনাম গ্রুপ বি  রানার আপ (আবুধাবি)

ফাইনাল
২৮ সেপ্টেম্বর - ফাইনাল (দুবাই)
(সব কটি ম্যাচ বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটা থেকে শুরু)

আপনার মন্তব্য

আলোচিত