স্পোর্টস ডেস্ক

২১ সেপ্টেম্বর, ২০১৮ ১১:৩৭

ওয়ানডেতে ফিরেছেন জাদেজা

এশিয়া কাপ’১৮

‘এ’ গ্রুপের শেষ ম্যাচে চির প্রতিদ্বন্ধী পাকিস্তানের বিপক্ষে বল করতে গিয়ে কোমরে ব্যথা পান ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ইনিংসের ১৮তম ওভারের পঞ্চম বলে কোমরে চোট পাওয়ায় আর মাঠে নামা হয়নি তার। এই ব্যথা তাকে ছিটকে দিয়েছে এশিয়া কাপ থেকে।

ব্যথা পাওয়ার পর স্ট্রেচারে করে তাৎক্ষণিক মাঠ থেকে বের করে নেয়ার পর ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়, পান্ডিয়া উঠে দাঁড়াতেই পারছেন না। যার ফলে সরিয়ে নেয়া হয়েছে এশিয়া কাপের দল থেকে।

তার বদলি হিসেবে দলে ডাকা হয়েছে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। জাদেজা সবশেষ ওয়ানডে খেলেছিলেন গত বছরের জুলাইতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

শুক্রবার (২১ সেপ্টেম্বর) সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। আর এ ম্যাচ দিয়েই আবার ওয়ানডেতে ফিরছেন ভারত ক্রিকেট দলের এ অলরাউন্ডার। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে।

এছাড়া দল থেকে ছিটকে পড়েছেন আকসার প্যাটেল ও শারদুল ঠাকুর। এই দুইজনের জায়গায় দলে এসেছে দীপক চাহার ও সিদ্ধার্থ কাউল।

আপনার মন্তব্য

আলোচিত