সিলেটটুডে ডেস্ক

১১ অক্টোবর, ২০১৮ ০৩:০০

ঘরের মাঠে আবারও জয়হীন ইতালি

নিজেদের মাঠে আবারও জয়হীন থাকল ইতালি। স্বাগতিক হিসেবে এনিয়ে টানা পাঁচ ম্যাচে জয় পেল না চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ইউক্রেনের বিপক্ষে অধিকাংশ সময় চাপ ধরে রেখে প্রথমে এগিয়ে গেলেও জিততে পারেনি ইতালি। জেনোয়ায় বুধবার রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

অধিকাংশ সময় বল দখলে রাখার পাশাপাশি প্রথমার্ধে আক্রমণে একচেটিয়া আধিপত্য ছিল স্বাগতিকদের। এ সময়ে মোট ১০টি শট নেয় তারা, যার পাঁচটিই ছিল লক্ষ্যে; কিন্তু সাফল্য মেলেনি। এসময় দারুণ নৈপুণ্যে ইউক্রেনের পোস্ট আগলে রাখেন আন্দ্রি পিয়াতভ।

তবে দ্বিতীয়ার্ধে জাল আর অক্ষত রাখতে পারেননি পিয়াতভ। ৫৫তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জুভেন্টাসের ফরোয়ার্ড বের্নারদেস্কির নেওয়া শটে বল ঝাঁপিয়ে পড়া গোলরক্ষকের হাতে লেগে জালে জড়ায়।

খেলার ধারার বিপরীতে ৬২তম মিনিটে সমতায় ফেরে ইউক্রেন। রোমানের একটি শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান জানলুইজি দোন্নারুম্মা। ওই কর্নার থেকেই ভলিতে জাল খুঁজে নেন রুসলান মালিনভস্কি।

আপনার মন্তব্য

আলোচিত