স্পোর্টস ডেস্ক

১৭ অক্টোবর, ২০১৮ ১০:৩৬

জার্মানিকে হারাল ফ্রান্স

উয়েফা নেশন্স লিগে জার্মানিকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।

প্যারিসে মঙ্গলবার রাতে ‘এ’ লিগের গ্রুপ-১এর ম্যাচটি ২-১ গোলে জিতেছে ফ্রান্স। আলিয়াঞ্জ অ্যারেনায় দুদলের মধ্যে প্রথম লেগ গোলশূন্য ড্র হয়েছিল। প্রথমার্ধে টনি ক্রুস জার্মানিকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন অঁতোয়ান গ্রিজমান।

প্রতিযোগিতায় নিজেদের দ্বিতীয় ম্যাচে তিন দিন আগে নেদারল্যান্ডসের কাছে ৩-০ গোলে উড়ে গিয়েছিল ইওয়াখিম লুভের দল।

ফরাসিদের বিপক্ষে ফিরতি লেগের ত্রয়োদশ মিনিটে এগিয়ে যায় জার্মানি। লেরয় সানের কাটব্যাকে বল পল পগবার হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে ২০১৪ সালের বিশ্বকাপ জয়ীদের এগিয়ে নেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার ক্রুস।
ছয় মিনিট পর উগো লরিসের দৃঢ়তায় ব্যবধান দ্বিগুণ করতে পারেনি জার্মানি। সানে নিজে শট না নিয়ে বল বাড়ান ডান বাঁ দিকে থাকা টিমো ভেরনারকে। জার্মানির এই ফরোয়ার্ড বলের নাগাল পাওয়ার আগে ঝাঁপিয়ে বিপদমুক্ত করেন ফ্রান্সের গোলরক্ষক।

৬২তম মিনিটে সমতায় ফেরা গোলের দেখা পায় নিজেদের আগের ম্যাচে নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়ে আসা ফ্রান্স। বাঁ দিক দিয়ে লুকা এরনঁদেজের ক্রসে নিখুঁত হেডে মানুয়েল নয়ারকে পরাস্ত করেন গ্রিজমান।

৮০তম মিনিটে স্পট কিকে জয়সূচক গোলটি করেন আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড গ্রিজমান। ডি-বক্সের মধ্যে ব্লেইস মাতুইদিকে ডিফেন্ডার মাটস হুমেলস ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। দেশের হয়ে গ্রিজমানের গোল হলো ২৬টি।
তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ফ্রান্স। ৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে নেদারল্যান্ডস। ১ পয়েন্ট নিয়ে সবার নিচে জার্মানি।

বেলজিয়াম ও নেদারল্যান্ডসের মধ্যে প্রীতি ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত