নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর, ২০১৮ ২২:০৫

পর্দা উঠলো আবুল মাল আবদুল মুহিত আন্তঃউপজেলা ফুটবল টুর্ণামেন্টের

পর্দা উঠলো আবুল মাল আবদুল মুহিত কে-স্পোর্টস আন্তঃউপজেলা ফুটবল টুর্ণামেন্টের। শুক্রবার সন্ধ্যায় সিলেট জেলা স্টেডিয়ামের এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সিলেট জেলা ক্রীড়া সংস্থা ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন এর যৌথ আয়োজনে এবং কে-স্পোর্টস এর পৃষ্ঠপোষকতায় ও সিলেট জেলার ১৩টি উপজেলা ক্রীড়া সংস্থা এ টুর্নােমন্টে অংশ নিচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, সিলেট রেঞ্জ এর ডিআইজি অব পুলিশ মোঃ কামরুল আহসান,বিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশ এর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া ও সিলেটের পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এম কাজী এমদাদুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতিসংঘস্থ বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ. কে. এম. আব্দুল মোমেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য বিজিত চৌধুরী ও কোষাধ্যক্ষ মোঃ সিরাজ উদ্দিন, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনহার মিয়া, গোলাপগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ইয়াজদান চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ইসলাম উদ্দিন, সিলেট সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এইচ.এম.এ.মালীক ইমন, কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মস্তাক আহমদ পলাশ, গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ ফজলুল হক, ওসমানীনগর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামসুল ইসলাম মিলন, সিলেট ডি.এফ.এ. এর কার্যনির্বাহী সদস্য মাসুক মিয়া , ডিসিপ্লিনারী কমিটির দায়িত্ব পালন করেন সাবেক কৃতি ফুটবল খেলোয়াড় প্রবীর রঞ্জন দাস ভানু বাবু ও মুহিব আলী, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য নুরে আলম খোকন ও মাহমুদ হোসেন শাহীন, শাহ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক আক্কাছ উদ্দিন আক্কাই ও মোহনবাগান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন হেলাল প্রমুখ।

‘‘আবুল মাল আবদুল মুহিত কে-স্পোর্টস আন্তঃউপজেলা ফুটবল টুর্ণামেন্ট-২০১৮’’ এর ১ম ম্যাচ নির্ধারিত সময়ে খেলা ড্র হলে অতিরিক্ত সময়ের খেলা অনুষ্ঠিত হয় ও অতিরিক্ত সময়ের খেলা ড্র হলে ট্রাইবেকারের মাধ্যমে বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা তথা ফুটবল দল ৪-৩ গোলে গোলাপগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা তথা ফুটবল দলকে হারিয়ে বিজয়ী হয়।

২য় ম্যাচ সিলেট সদর উপজেলা ক্রীড়া সংস্থা তথা ফুটবল দল বনাম বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থা তথা ফুটবল দল এর মধ্যকার খেলাটি এই রিপোর্ট লেখা পর্যন্ত চলমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা’র অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদার। ১ম ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ মনোনীত হন গোলাপগঞ্জ উপজেলা ফুটবল দলের খেলোয়াড় ইকবাল।

শনিবারের খেলা:
১ম ম্যাচ  (বেলা ৩ টা): গোয়াইনঘাট বনাম দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থা।
২য় ম্যাচ (সন্ধ্যা ৬ টা) : কোম্পানীগঞ্জ বনাম ওসমানীনগর উপজেলা ক্রীড়া সংস্থা।

আপনার মন্তব্য

আলোচিত