স্পোর্টস ডেস্ক

০৭ নভেম্বর, ২০১৮ ২২:২২

রোনালদো থেকে গোলের আশা আল্লেগ্রির

রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমানোর পর চ্যাম্পিয়ন্স লিগে এখনও গোলের দেখা পাননি এই প্রতিযোগিতার সর্বকালের সেরা গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদো। অবশ্য দলের হয়ে ইউরোপ সেরা প্রতিযোগিতায় এখনও তিন ম্যাচও পুরো খেলেননি রোনালদো।

চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের প্রথম ম্যাচে ভালেন্সিয়ার বিপক্ষে লাল কার্ড দেখায় ইয়াং বয়েজের বিপক্ষে গ্রুপের পরের ম্যাচে খেলতে পারেননি রোনালদো। গত জুলাইয়ে তুরিনে পা রাখা এই ফরোয়ার্ড তৃতীয় ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে দলের একমাত্র জয়সূচক গোলে অবদান রাখেন।

তবে নিজের সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে বুধবারের ম্যাচে পর্তুগিজ এই তারকা গোল পাবেন বলে বিশ্বাস ইতালির দলটির কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির।

আল্লেগ্রি আশা করছেন, ঘরের মাঠে ইউনাইটেডের বিপক্ষে ফিরতি লেগে গোলের দেখা পাবেন ৩৩ বছর বয়সী রোনালদো। বুধবার বাংলাদেশ সময় রাত দুইটায় চ্যাম্পিয়ন্স লিগের ‘এইচ’ গ্রুপের ম্যাচে ইংলিশ ক্লাবটির মুখোমুখি হবে জুভেন্টাস।

বুধবার সে গোল করবে, এমনটাই বলছেন কোচ।

তিনি বলেন, সে প্রথম ম্যাচে খেলেনি (২৯তম মিনিটে লাল কার্ড দেখেছিলেন), দ্বিতীয় ম্যাচেও খেলেনি। সে শুধু একটা ম্যাচ খেলেছিল এবং একটা গোলে অবদান রেখেছিল।

গ্রুপের তিন ম্যাচের সবকটিতে জেতা জুভেন্টাস ৯ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৪। বুধবার হার এড়াতে পারলেই নক আউট পর্ব নিশ্চিত করবে আল্লেগ্রির দল।

আপনার মন্তব্য

আলোচিত