স্পোর্টস ডেস্ক

১৭ নভেম্বর, ২০১৮ ০৪:১২

নেইমারের গোলে ব্রাজিলের জয়

লাতিন আমেরিকার দুই দলের লড়াইয়ে শেষ হাসি হেসেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে শুক্রবার রাতে প্রীতি ম্যাচটি ১-০ গোলে জেতে সেলেসাওরা। একমাত্র গোলটি করেছেন নেইমার।

রাশিয়া বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে জয়ের পথে চলা ব্রাজিল ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষের রক্ষণে চাপ বাড়ায়। প্রথম ১৪ মিনিটে একক প্রচেষ্টায় দলকে এগিয়ে নেওয়ার দুটি সুযোগ তৈরি করেছিলেন নেইমার। প্রথমবার পিএসজি ফরোয়ার্ডের ফ্রি-কিক ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক। দ্বিতীয়বার তার দূরপাল্লার শট ক্রসবারের উপর দিয়ে যায়।

২২তম মিনিটে প্রথম সুযোগ পায় উরুগুয়ে। ডি-বক্সের ঠিক বাইরে থেকে লুইস সুয়ারেসের জোরালো শটে বল গোলরক্ষকের হাত ছুঁয়ে ক্রসবারের উপর দিয়ে যায়। বিরতির ঠিক আগে এদিনসন কাভানির কাছ থেকে নেওয়া শটও কর্নারের বিনিময়ে রুখে দেন আলিসন।

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে আবারও আলিসনের নৈপুণ্যে বেঁচে যায় ব্রাজিল। সুয়ারেসের দারুণ ফ্রি-কিক ঝাঁপিয়ে ঠেকান লিভারপুল গোলরক্ষক।

৭৬তম মিনিটে নেইমারের স্পট কিকে এগিয়ে যায় ব্রাজিল। ডি-বক্সে দানিলো ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় তারা। জাতীয় দলের হয়ে ফুটবল বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ের এটি ৬০তম গোল।

৮২তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ নষ্ট হয় ব্রাজিলের। নেইমারের দূরের পোস্টে বাড়ানো ক্রসে ছোট ডি-বক্সের বাইরে থেকে লক্ষ্যভ্রষ্ট শট নেন রিশার্লিসন।

আপনার মন্তব্য

আলোচিত