স্পোর্টস ডেস্ক

০৪ ডিসেম্বর, ২০১৮ ২২:১২

টেস্ট ক্রিকেট থেকে হাফিজের বিদায়

পাকিস্তানের সিনিয়র অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ সাদা পোশাকের ম্যাচ থেকে অবসরে যাচ্ছেন। আবুধাবিতে তিন ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচে লড়ছে পাকিস্তান-নিউজিল্যান্ড। এই ম্যাচের পরই টেস্ট খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন এই ওপেনার। তবে, সীমিত ওভারের ক্রিকেট চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন হাফিজ।

নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি আবুধাবি টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে মোহাম্মদ হাফিজ ঘোষণা দেন তার অবসরের। সেখানে তিনি বলেন, ‘আজ আমি আপনাদের সামনে টেস্ট ম্যাচ ফরম্যাট থেকে আমার অবসরের ঘোষণা দিতে এসেছি। সুতরাং, এরপর থেকে আমি সীমিত ওভারের ক্রিকেটেই সবচেয়ে বেশি মনযোগী হবো।’

আগামী বিশ্বকাপেই নজর বেশি হাফিজের। তিনি সেটা বলেছেনও। হাফিজ বলেন, ‘আগামী বছর আইসিসি ক্রিকেট বিশ্বকাপের দিকেই আমি নজর ফেরাতে চাই। দেশের হয়ে আমি ৫৫টি টেস্টে নিজেকে উপস্থাপন করতে পেরেছি, এ জন্য নিজেকে সম্মানিত বোধ করছি। একই সঙ্গে দলের নেতৃত্বও দিয়েছি। আমি খুবই সন্তুষ্ট যে, ১৫ বছর দীর্ঘ ক্যারিয়ারে নিজের সামর্থ্যের সেরাটা দিয়ে দেশের জন্য খেলার চেষ্টা করেছি।’

আগামী দিনগুলোতে টেস্ট দলের সাফল্য কামনা করেন হাফিজ। তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী সিরিজে আমি দেশের সাফল্য কামনা করছি। আর এই দলটিও রয়েছে তাদের সেরা সময়ে। টিম ম্যানেজমেন্ট, বিশেষ করে কোচ এবং অধিনায়ক খুব কঠিন পরিশ্রম করে যাচ্ছেন। যেন তারা একটি অসাধারণ দল তৈরি করতে সক্ষম হন। যারা দীর্ঘদিন এই দলটিকে সার্ভিস দিয়ে যাবে।’

পিসিবি চেয়ারম্যান এহসান মানি পাকিস্তানের টেস্ট ক্রিকেটে হাফিজের অবদান স্মরণ করে তার প্রতি সহানুভূতি জানান। টুইটারে তিনি লিখেন, ‘টেস্ট ক্রিকেটে তোমার ভূমিকা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।’

২০০৩ সালে করাচিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষেক ঘটে মোহাম্মদ হাফিজের। এরপর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি টেস্ট পর্যন্ত ক্যারিয়ারে মোট ৫৫ টেস্ট খেলছেন মোহাম্মদ হাফিজ। এই ৫৫ টেস্টে ৩৭.৯৫ গড়ে রান করেছেন ৩৬৪৪। সেঞ্চুরি ১০টি, হাফ সেঞ্চুরি করেছেন ১২টি। সেরা ইনিংস ২২৪ রান। উইকেট নিয়েছেন ৫৩টি। সেরা বোলিং ১৬ রানে ৪ উইকেট। ক্যাচ ধরেছেন ৪৫টি।

আপনার মন্তব্য

আলোচিত