সিলেটটুডে ডেস্ক

০৫ জানুয়ারি, ২০১৯ ১৩:১৩

টস হেরে ব্যাটিংয়ে মাশরাফির রংপুর

বিপিএলের উদ্বোধনী ম্যাচে টস জিতে মাশরাফির রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে পাঠিয়েছে চিটাগং ভাইকিংস। প্রথম ম্যাচে রংপুরের হয়ে ক্রিস গেইল না খেললেও মোহাম্মদ আশরাফুলকে দলে রেখেছে চিটাগং ভাইকিংস।

শনিবার (৫ জানুয়ারি) বেলা ১২টায় শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়েছেন চিটাগং অধিনায়ক মুশফিকুর রহিম।

স্পট ফিক্সিংয়ের কারণে পাঁচ বছরের নিষেধাজ্ঞা ভোগের পর এ ম্যাচ দিয়ে বিপিএলে ফিরছেন মোহাম্মদ আশরাফুল। প্রথম ম্যাচেই তাকে দলে রেখেছে চিটাগং।

ক্রিস গেইলের মতো ডাকাবুকো ব্যাটসম্যান রয়েছেন রংপুরে। তবে আজই ঢাকায় পা রাখায় প্রথম ম্যাচে গেইলকে পাচ্ছে না রংপুর। আগে ব্যাটিংয়ে নামা ফ্র্যাঞ্চাইজি দলটির হয়ে ওপেন করতে নেমেছেন মেহেদী মারুফ ও অ্যালেক্স হেলস।

বিপিএলে এবারই প্রথম ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) থাকছে। স্টাম্পিং, রানআউটের মতো সিদ্ধান্ত নিতে সুবিধা আনার লক্ষ্যে থাকছে এলইডি বেলও। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ম মেনে এবার বিপিএলেও ২৬ থেকে ৩০টি ক্যামেরা থাকবে সম্প্রচারের কাজে।

প্রথম পর্ব থেকে না হলেও দ্বিতীয় পর্ব থেকে থাকছে স্পাইডারক্যামও।

আপনার মন্তব্য

আলোচিত