ক্রীড়া প্রতিবেদক

০৬ জানুয়ারি, ২০১৯ ১৩:২২

চাপে সিলেট

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে টসে হেরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ব্যাটিং করতে নামা সিলেট সিক্সার্সের শুরুটা ভালো হয়নি। ১১ ওভারে পাঁচ উইকেট হারিয়ে চাপে রয়েছে সিলেট।

আসরে দুই দলেরই এটি প্রথম ম্যাচ। ম্যাচ শুরুর আগে টসে জিতে সিলেটকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক স্টিভেন স্মিথ।

শেষ খবর পাওয়া পর্যন্ত সিলেট ১৩ ওভারে আর উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৬৫ রান।

ইনিংসের শুরুতেই দুই ওপেনারকে হারায় সিলেট সিক্সার্স। লিটন দাস ব্যক্তিগত ১ রানে ও অধিনায়ক ডেভিড ওয়ার্নার ব্যক্তিগত ১৪ রানে সাজ ঘরে ফির গেছেন। তখন দলের রান ২৩। পরে ৪৬ রানের মাথায় সিলেট হারায় তাদের তৃতীয় ও চতুর্থ উইকেট। সিলেট পঞ্চম উইকেট হারায় ৫৬ রানে।

বর্তমানে ক্রিজে রয়েছেন অলক কাপালি (৩) ও নিকোলাস পুরান (৭)।

এই ম্যাচে কুমিল্লার নেতৃত্ব দিচ্ছেন অস্ট্রেলিয়ার নিষিদ্ধ ক্রিকেটার স্টিভেন স্মিথ। তিনি বল টেম্পারিংয়ের কারণে এক বছর আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ। আর সিলেটেরও অধিনায়ক আরেক অস্ট্রেলীয়। একই কারণে তিনিও নিষিদ্ধ। তাই এই ম্যাচে কুমিল্লা ও সিলেটের পাশাপাশি লড়াইটা যেন দুই অস্ট্রেলীয় ক্রিকেটারেরও।

আপনার মন্তব্য

আলোচিত