ক্রীড়া প্রতিবেদক

০২ ফেব্রুয়ারি , ২০১৯ ১৬:১৪

সিলেটে বিপিএল শুরু ৪ ফেব্রুয়ারি

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগ ২০১৮-১৯ এর সিলেট পর্বের খেলা শুরু হতে যাচ্ছে ৪ ফেব্রুয়ারি (সোমবার) থেকে।

এ উপলক্ষে সিলেট জেলা স্টেডিয়ামে শনিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম।

এদিকে সিলেট জেলা স্টেডিয়ামকে নিজেদের হোম ভ্যানু হিসেবে নির্ধারণ করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড। আগামী ৪ ফেব্রুয়ারি শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচ দিয়ে সিলেটে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের সিলেট পর্ব।

সিলেট জেলা স্টেডিয়ামে মোট পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। প্রথমদিনের খেলার আগে সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত হবে   বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের উদ্বোধনী অনুষ্ঠান।

আয়োজিত সংবাদ সম্মেলনের শুরুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার পক্ষ হতে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য মাহিউদ্দিন আহমদ সেলিম।

এছাড়াও সিলেট জেলা স্টেডিয়ামকে  শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের পক্ষ থেকে হোমভ্যানু করায় ক্লাবটির সকল কর্মকর্তা ও খেলোয়াড়দের ধন্যবাদ জানান মাহিউদ্দিন আহমদ সেলিম।

এসময় সেলিম বলেন, বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান সোমবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। পরে এদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের মধ্যকার ১ম ম্যাচ সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

টিকিটের ব্যাপারে তিনি বলেন, প্রতি টিকিটের মূল্য ৩০ টাকা। ২ ফেব্রুয়ারি (শনিবার) থেকেই শুরু হয়েছে টিকিট বিক্রি। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮.০০ ঘটিকা পর্যন্ত সিলেট জেলা স্টেডিয়ামের কাউন্টারে টিকিট পাওয়া যাবে।

এসময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বিজিত চৌধুরী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সহ সভাপতি এমএ সাত্তার, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মঈন উদ্দিন আহমদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মো. সিরাজ উদ্দিন, ১ম বিভাগ ফুটবল লীগ কমিটির সদস্য ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক গোলাম জাবির চৌধুরী জাবু, বাফুফে’র প্রতিনিধি সাহেদুল ইসলাম লিমন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত