স্পোর্টস ডেস্ক

১১ জুন, ২০১৯ ১৩:১৮

ইনজুরিতে বাটলার, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা নিয়ে সংশয়

বাংলাদেশের বিপক্ষে গ্লাভস হাতে নিতে পারেননি জস বাটলার। চোটের কারণে এখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের পরের ম্যাচেও এই উইকেটরক্ষকের খেলা পড়ে গেছে সংশয়ে। যদিও নিতম্বের চোট ‘সন্তোষজনক উন্নতি’ হচ্ছে তার।

শুক্রবার ক্যারিবিয়ানদের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে নামবে ইংল্যান্ড।

সাউদাম্পটনের এই ম্যাচে বাটলারের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ের সময় নিতম্বের চোটে পড়েছেন তিনি।

৪৪ বলে ৬৪ রানের ইনিংস খেলার পথে হাঁকানো ৪ ছক্কার একটি মারতে গিয়ে চোটে পড়েছেন বাটলার।

ব্যাটিংয়ে থাকার পুরোটা সময় অস্বস্তিতে ছিলেন তিনি। বিরতির পর আর মাঠেও আসেননি, তার জায়গায় উইকেটরক্ষকের দায়িত্ব সামলেছেন জনি বেয়ারস্টো। তাকে শুক্রবার ক্যারিবিয়ানদের বিপক্ষেও উইকেটরক্ষকের গ্লাভস হাতে দেখা যেতে পারে।

যদিও ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বাটলারকে পেতে আশাবাদী।

এক বিবৃতিতে তারা জানিয়েছে, কার্ডিফে বাংলাদেশের বিপক্ষে খেলার সময় ডান নিতম্বে টান পড়েছে জস বাটলারের। চিকিৎসায় খুব ভালো উন্নতি দেখা যাচ্ছে তার। পরে আরও ভালো করে বলা যাচ্ছে তার অবস্থা। ‍আশা করছি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে বুধবার তিনি দলের অন্য সবার সঙ্গে অনুশীলন করতে পারবেন।

যদিও ইংলিশ অধিনায়ক এউইন মরগান আগেই জানিয়ে রেখেছেন বাটলারকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চান না তারা।

তিনি বলেছেন, ‘আমরা সবসময়ই তাকে (বাটলার) মাঠে চাই। তবে সামনের ম্যাচে তাকে নিয়ে সামান্য ঝুঁকিও নিতে চাই না আমরা।’
সূত্র: ডেইলি মেইল

আপনার মন্তব্য

আলোচিত