স্পোর্টস ডেস্ক

১৬ জুন, ২০১৯ ২১:২৫

শঙ্কা নেই মুশফিককে নিয়ে

বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও সফলতা মেলেনি। অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে বিশাল রানের চাপায় পড়ে ম্যাচ হারতে হয়েছিল মাশরাফি বিন মুর্তজার দলে। শ্রীলঙ্কার বিপক্ষে বৃষ্টির কারণে বাতিল হয় ম্যাচটি। এতে ১ পয়েন্ট নিয়ে আশাহত হতে হয় টাইগারদের।

এবার তাদের সামনে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। দীর্ঘ ৬ দিন পর সোমবার মাঠে নামবে লাল-সবুজরা। আর এই ম্যাচে দলের অন্যতম সেরা সদস্য মুশফিকুর রহিমকে পাওয়া নিয়ে ছিল শঙ্কা। কিন্তু আজ পাওয়া গেল সুখবর, চোট গুরুতর নয়। তাকে নিয়ে কোনো শঙ্কা করার কারণ নেই।

শনিবার নেটে অনুশীলন করার সময় চোট পান মুশফিক। মুস্তাফিজুর রহমানে বল করছিলেন তাকে। এ সময় বল আঘাত করে মুশফিকের ডান হাতের কবজিতে। গ্লাভস খুলে মাঠ থেকে বেরিয়ে যান ড্রেসিং রুমের দিকে এই উইকেট-রক্ষক ব্যাটসম্যান।

বাংলাদেশ দলের ফিজিও থিলান চন্দ্রমোহন জানান, মুশফিকের চোট গুরুতর নয়। পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ধারণা করা হচ্ছিল দ্রুত ব্যথা সেরে উঠবে ডান-হাতি এই ব্যাটসম্যানের। রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, কোন ধরনের চিড় পাওয়া যায়নি মুশফিকের হাতে।

সব ঠিক থাকলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সোমবার একাদশে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে মুশফিকের।

আপনার মন্তব্য

আলোচিত