স্পোর্টস ডেস্ক

১০ জুলাই, ২০১৯ ১২:৫৯

একাদশে ফিরছেন হ্যান্ডসকম্ব, ফিট স্টোইনিস

দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে বেশ কিছু পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে অস্ট্রেলিয়া। অলরাউন্ডার মার্কাস স্টোইনিসের চোট নিয়ে সংশয় থাকলেও এই ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট হয়ে উঠেছেন তিনি। আবার উসমান খাজা চোটে থাকায় তার বদলে আসতে যাচ্ছেন পিটার হ্যান্ডসকম্ব।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে সাইড স্ট্রেনের টানে পড়েন স্টোইনিস। শুরুতে তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হলেও অবশেষে মিললো সুখবর।

কোচ জাস্টিন ল্যাঙ্গার জানিয়েছেন, তার অবস্থা এখন খুব ভালো। নেট সেশনে তার অবস্থা ভালোই দেখছি। সে এখন পুরোপুরি ফিট।

অবশ্য এই চোট ভাবনায় বেশ কিছু বিকল্প ভেবে রেখেছিল অস্ট্রেলিয়া। শুরুতে শন মার্শের চোটে এসেছিলেন হ্যান্ডসকম্ব। তারপর খাজা ও স্টোইনিসের চোটে বিকল্প হয়ে এসেছিলেন মিচেল মার্শ ও ম্যাথু ওয়েড।

ল্যাঙ্গার জানালেন বিকল্প থেকে শুধু হ্যান্ডসকম্বই জায়গা পেতে পারেন মূল দলে, ‘সত্যি বলতে এই ম্যাচে পিটার হ্যান্ডসকম্ব অবশ্যই খেলবে। সে খেলার যোগ্যতা রাখে। শুরুর দিকে স্কোয়াডে না থাকায় এটা তার জন্য দুর্ভাগ্যই বলতে হবে। বর্তমানে সে ভালো ফর্মে আছে। স্পিনটাও খুব ভালো খেলে। তাই সে অবশ্যই খেলবে।’a

আপনার মন্তব্য

আলোচিত