স্পোর্টস ডেস্ক

১৩ জুলাই, ২০১৯ ০১:৫৩

বিশ্বকাপের ফাইনালে কারা থাকছেন আম্পায়ারের দায়িত্বে?

বিশ্বকাপের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের ওপেনার জেসন রয়কে ভুল আউট দিয়ে বিতর্কিত হয়েছেন কুমার ধর্মসেনা। অথচ সেই ধর্মসেনাকেই ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে আম্পায়ার হিসেবে রাখছে আইসিসি।

শুধু তাই নয়! পাকিস্তানের আম্পয়ার আলিম দারের আম্পয়ারিং নিয়েও বিতর্ক রয়েছে।

আগামী রোববার ইংল্যান্ডের লর্ডসে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ফাইনাল ম্যাচ পরিচালনা করবেন এ দুই আম্পায়ার।

বিশ্বকাপে অসাধারণ পারফর্ম করে ট্রফির লড়াইয়ে উন্নীত নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলছে নিউজিল্যান্ড।

গত আসরে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে প্রথমবার ট্রফি জয়ের সুযোগ হাতছাড়া করে কিউইরা। এবার আবারও ট্রফির দুয়ারে তারা।

৮৫ রানে ব্যাটিং করে সেঞ্চুরির পথেই ছিলেন জেসন রয়। অথচ ওয়াইড বলে তাকে আউট দিয়ে মাঠ থেকে বের হতে বলেন কুমার ধর্মসেনা। তাই প্রতিবাদ করেন ইংলিশ ওপেনার। আর এ কারণে ম্যাচ শেষে তাকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা ও দুটি ডিমেরিট পয়েন্ট পেতে হয়।
৮৫ রানে ব্যাটিং করে সেঞ্চুরির পথেই ছিলেন জেসন রয়। অথচ ওয়াইড বলে তাকে আউট দিয়ে মাঠ থেকে বের হতে বলেন কুমার ধর্মসেনা। তাই প্রতিবাদ করেন ইংলিশ ওপেনার। আর এ কারণে ম্যাচ শেষে তাকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা ও দুটি ডিমেরিট পয়েন্ট পেতে হয়।
অন্যদিকে বিশ্বকাপের আয়োজক ইংল্যান্ড অতীতে তিনবার ফাইনালে খেলেও ট্রফির স্বাদ পায়নি। সবশেষ ১৯৯২ সালে পাকিস্তানের বিপক্ষে ট্রফি হাতছাড়া করা দলটি ২৭ বছর পর আবারও ট্রফির লড়াইয়ে। বিশ্বকাপ জিতে শিরোপার স্বাদ মেতে মুখিয়ে আছেন ইয়ন মরগানের নেতৃত্বাধীন দলটি।

রোববার ইংল্যান্ডের লর্ডসে অনুষ্ঠিতব্য নিউজিল্যান্ড-ইংল্যান্ডের মধ্যকার ফাইনাল ম্যাচটিতে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রীলংকান আম্পায়ার কুমার ধর্মসেনা ও দক্ষিণ আফ্রিকার মারাইস এরাসমাস। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার সবশেষ দ্বিতীয় সেমিফাইনালেও আম্পয়ারিং করেছেন তারা।

ফাইনাল ম্যাচে থার্ড আম্পায়ার হিসেবে থাকবেন অস্ট্রেলিয়ার রড টাকার। রিজার্ভ আম্পায়ার হিসেবে থাকবেন পাকিস্তানের আলিম দার। ফাইনালের মতো গুরুত্বপূর্ণ খেলায় ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন শ্রীলংকার রঞ্জন মাদুগালে।

আপনার মন্তব্য

আলোচিত