স্পোর্টস ডেস্ক

১৫ জুলাই, ২০১৯ ২০:৪০

বাংলাদেশের ‘অন্তর্বর্তীকালীন কোচ’ সুজন

বিশ্বকাপ শেষেই স্টিভ রোডসকে বিদায় দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টাইগারদের প্রধান কোচের পদ এখন খালি। এখন বিজ্ঞাপন দিয়ে খোঁজা হচ্ছে প্রধান কোচ। তবে আসন্ন শ্রীলঙ্কা সফরে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে খালেদ মাহমুদ সুজন থাকবেন, এমন ইঙ্গিত দিয়েছে বিসিবি।

সোমবার (১৫ জুলাই) বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান এই ইঙ্গিত দেন। তিনি বলেন, ‘আপাতত আমরা সুজনকে দিয়ে কাজ চালাচ্ছি। তবে এখনো নিশ্চিত করতে পারছি না। দুই-একদিনের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

এর আগেও একবার অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করেছিলেন বিসিবির পরিচালক সুজন। ২০১৭ সালে হাথুরিসিংহ চলে যাওয়ায় টাইগারদের কোচ হয়েছিলেন তিনি। তবে এবার তিনি জানিয়েছেন, দীর্ঘমেয়াদী দায়িত্ব না দিলে তিনি কোচিং করাবেন না।

অন্তর্বর্তী কোচ হবেন কি না, এমন প্রশ্নে সুজন বলেছিলেন, 'আমারও চিন্তার বিষয়। বারবার এক সিরিজের জন্য ইনটার্মের দায়িত্ব নিতে চাই না। সেটা আমার জন্য ঠিক হবে না।'

আপনার মন্তব্য

আলোচিত