স্পোর্টস ডেস্ক

২৬ জুলাই, ২০১৯ ১২:৪৭

বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচে চোখ রাঙাচ্ছে বৃষ্টি

কলম্বোর প্রেমাদাসায় বিকেলে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। তবে এই ম্যাচে অভিমানী আবহাওয়া যেকোনো সময় মুখ গোমড়া করে হানা দিতো পারে বৃষ্টি হয়ে।

কিন্তু শ্রীলঙ্কান তারকা পেসার লাসিথ মালিঙ্গার অবসর কিংবা মাশরাফি– সাকিববিহীন বাংলাদেশের পরীক্ষার মতো কিছু কারণে অন্যরকম মাত্রা পেতে যাচ্ছে এই ম্যাচটি।

আবহাওয়ার পূর্বাভাস বলছে কলম্বোয় সকাল নাগাদ বৃষ্টি নামবে৷ এরপর বাংলাদেশ সময় ৩টায় যখন খেলা শুরু হবে, তখনও কলম্বোর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত আকাশে এভাবে মেঘ জমতে থাকবে।

এমনকি রাত সাড়ে ৮টা নাগাদ পুনরায় হালকা-মাঝারি ধাঁচের বৃষ্টি পড়তে পারে। এক ঘণ্টার মাঝে বৃষ্টি থামলেও আবারো সাড়ে ১০টা থেকে দুই ঘণ্টা বৃষ্টি হতে পারে। তবে সবকিছু ঠিকঠাক থাকলে বৃষ্টির বাগড়ার মাঝেও ম্যাচটি ভালোভাবে শেষ হয়ে যাবে বলে আশা করছে লঙ্কান ক্রিকেট বোর্ড।

বৃষ্টির শঙ্কা থাকায় এদিন টসও খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে বিবেচিত হবে। তাছাড়া এই মাঠে গত পাঁচ ম্যাচের চারটিতেই আগে ব্যাট করা দল জয় লাভ করেছিল।

আপনার মন্তব্য

আলোচিত