স্পোর্টস ডেস্ক

২৬ জুলাই, ২০১৯ ১২:৫৮

বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ দেখা যাবে যেসব চ্যানেলে

দুপুর তিনটায় শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলংকা তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে।  ম্যাচগুলো বাংলাদেশে তিনটি চ্যানেলে দেখা যাবে।

বাংলাদেশে তিন ম্যাচের সিরিজটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), মাছরাঙা টিভি ও গাজী টিভি (জিটিভি)।  ভারতে দেখা যাবে স্টার স্পোর্টসে। এ ছাড়া স্কাই স্পোর্টস ক্রিকেট ও স্কাই স্পোর্টস নিউজিল্যান্ডেও খেলাগুলো দেখানো হবে সরাসরি।

সিরিজের বাকি দুটো ম্যাচ অনুষ্ঠিত হবে জুলাইয়ের ২৮ ও ৩১ তারিখ।  মাশরাফি ইনজুরির কারণে ছিটকে গেছেন এই সিরিজ থেকে। অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন তামিম ইকবাল।

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ স্কোয়াড :
তামিম ইকবাল (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ফরহাদ রেজা, এনামুল হক বিজয় ও শফিউল ইসলাম।

শ্রীলঙ্কা স্কোয়াড: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুসাল পেরেরা, আভিষেক ফার্নান্দো, কুসাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, লাহিরু থিরিমান্নে, শেহান জয়সুরিয়া, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, আকিলা ধনঞ্জয়া, আমিলা আপোনসো, লাসিথ মালিঙ্গা, নুয়ান প্রদিপ, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, থিসারা পেরেরা, ইসুরু উদানা।

আপনার মন্তব্য

আলোচিত